সকাল ১০:১২, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পুরনো কাউন্সিলরেই ভরসা রেখেছে কক্সবাজার পৌরবাসী

সাইফুল আফ্রিদি, কক্সবাজার

গতকাল ১২ জুন অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার পৌরসভা নির্বাচন। নতুন মেয়র নির্বাচনের পাশাপাশি নির্বাচিত হয়েছে ১২ জন কাউন্সিলর। তবে এবারের নির্বাচনে ১২ জন কাউন্সিলরের মধ্যে ৩ জন নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছে এবং ৯ জন পুরনো কাউন্সিলর পূনরায় নির্বাচিত হয়েছেন।

বেশিরভাগ পৌরবাসী এইবার পুরনো কাউন্সিলরদের প্রতি আস্থা রেখেছেন। পুরনোদের মধ্যে কেউ কেউ দুই বার,কেউ তিনবার আবার কেউ টানা ৪র্থ বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তবে কি পৌরবাসী পুরনো চাল ভাতে বাড়ে প্রবাদে বিশ্বাসী! অবিশ্বাস্য হলেও পৌরবাসী সেটাতেই আস্থা রেখেছেন। তবে ৩টি ওয়ার্ডে পুরনোদের প্রতি আস্থা হারিয়ে নতুন প্রার্থীকে নির্বাচিত করেছেন পৌরবাসী।

এবারের পৌরসভা নির্বাচনে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা হলেন-১নম্বর ওয়ার্ডে আকতার কামাল, ২নং ওয়ার্ড- মিজানুর রহমান, ৩নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম মুকুল, ৪নম্বর ওয়ার্ডে এহেসান উল্লাহ, ৫নম্বর ওয়ার্ডে শাহাব উদ্দীন শিকদার, ৬নম্বর ওয়ার্ডে উমর ছিদ্দিক লালু,৭ নম্বর ওয়ার্ডে ওসমান সরওয়ার টিপু, ৮নম্বর ওয়ার্ডে রাজবিহারী দাশ, ৯নম্বর ওয়ার্ডে হেলাল উদদীন কবির, ১০নম্বর ওয়ার্ডে সালাহ উদ্দিন সেতু, ১১নম্বর ওয়ার্ডে নুর মোহাম্মদ মাঝু এবং ১২নম্বর ওয়ার্ডে এমএ মঞ্জুর মন্জুর কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এদের মধ্যে অনেকেই টানা কয়েকবার নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে আকতার কামাল টানা ৩য় বার, মিজানুর রহমান ২য় বার, শাহাবুদ্দিন শিকদার ২য় বার, উমর ছিদ্দিক লালু ৩য় বার, রাজবিহারী দাশ টানা ৪র্থ বার, হেলাল উদ্দিন কবির ২য় বার, সালাহউদ্দিন সেতু ২য় বার, নুর মোহাম্মদ মাঝু ২য় বার, এমএ মঞ্জুর ২য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১,২,৩ নম্বর ওয়ার্ডে শাহেনা আকতার পাখি, ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে ইয়াছমিন আকতার, ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে জাহেদা আকতার ১০,১১,১২ নম্বর ওয়ার্ডে নাছিমা আকতার বকুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নারী কাউন্সিলরদের মধ্যেও পুরনোদের প্রতি আস্থা রেখেছেন পৌরবাসী। নারী সংরক্ষিত ৪ টি আসনেই দ্বিতায়বারের মতো মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা।

আজকের সারাদেশ/১৩জুন/এসএম

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত