সকাল ৯:৫৭, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন প্রজ্ঞাপন বাতিলের দাবিতে চবিতে মানববন্ধন

চবি প্রতিনিধি:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদে কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু চত্ত্বরে ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।

সম্প্রতি মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৩ খসড়া বিধিমালার ষষ্ঠ অধ্যায়ের ২০ (১) ও ২০ (৪) বিধি সংশোধনের দাবি জানিয়ে মানববন্ধন করে তারা

প্রস্তাবিত নতুন এ প্রজ্ঞাপন অনুসারে মৎস্যের রোগ নিরাময় মৎস্যবিদরা নয় শুধু ভেটেরিনারিয়ানরাই করবেন। আর এতে ক্ষুদ্ধ হয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় চবির ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ডাক দেন।

ফিশারিজ বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী ফুয়াদ হাসান বলেন, আমরা চার বছর ফিশারিজ নিয়ে পড়াশুনা করার পরও যদি মাছের চিকিৎসা করতে না পারি তবে আমাদের এ গ্রাজুয়েশনের মূল্য কোথায়?

একই বিভাগের ১৮-১৯ শিক্ষার্থী আমেনা আক্তার আল্পনা বলেন, যারা ভেটেরিনারি পড়েন তাদের তো মাছের বিষয়ে তেমন পড়ানো হয় না। তাহলে তারা কিভাবে মাছের চিকিৎসা করবে? আর মৎস্যবীদরা মাছ নিয়ে গ্রাজুয়েশন করার পরও তাদের চিকিৎসা করার অধিকার দেওয়া হয়নি। এমন প্রজ্ঞাপনের বাতিল চাই।

ফররুখ আহমদ আহাদ বলেন, দ্রুত সময়ের মধ্যে ফিশারিজ কাউন্সিল গঠন করতে হবে এবং মৎস্য ও মৎস্যজাত যেকোনো পন্যের আমদানি বা রুপ্তানির ক্ষেত্রে পন্যের প্রক্সিমেট কম্পোজিশন এর সার্টিফিকেট বা অনুমোদন ডিওিএফ এবং মৎস্য বিজ্ঞানী প্রদান করবে, সেটা নিশ্চিত করতে হবে।

আজকের সারাদেশ/১৩জুন/এসএম

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত