সকাল ১১:৪৯, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘুমের মধ্যে প্রতিপক্ষের গুলি, শ্যামল চলে গেলেন চিরঘুমে

আজকের সারাদেশ প্রতিবেদন:

ঘড়ির কাটায় তখন সময় রাত দুটা। ৩৮ বছরের শ্যামল বেপারী নিজ ঘরে একাই ঘুমাচ্ছিলেন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন ঢুকে পড়ে তাঁর ঘুরে। তখনো শ্যামল গভীর ঘুমে মগ্ন। সেই ঘুমন্ত শ্যামলের ওপর ঝাঁপিয়ে পড়ে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় সন্ত্রাসীরা। তাতেও মন ভরেনি তাঁদের। গুলি চালিয়ে নিশ্চিত করেন মৃত্যু। ঘুম থেকে চিরঘুমে চলে যান শ্যামল।

মঙ্গলবার দিবাগত রাতে এমনই এক ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি এলাকায়।

প্রবাস ফেরত শ্যামল ওই গ্রামের মৃত আব্দুল গনি বেপারীর ছেলে।

পুলিশ সূত্র জানায়, নিহত শ্যামল বেপারী মঙ্গলবার রাতে তার নিজ ঘরের শয়নকক্ষে একা ঘুমিয়ে ছিলেন। রাত ২ টার দিকে একই গ্রামের শাহাদাত বেপারী, ইব্রাহিম বেপারী ও মহিউদ্দিন বেপারীসহ আরও বেশ কয়েকজন মিলে তার উপর হামলা চালায়। এ সময় তারা শ্যামলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, নিহতের শরীরে কয়েকটি গুরুতর ধারালো অস্ত্রের আঘাত ও গুলির চিহ্ন রয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা ঘটনাটি ঘটিয়েছে তারা পালিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আজকের সারাদেশ/১৪জুন/এসএম

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত