আজকের সারাদেশ প্রতিবেদন:
সফরকারী আফগানিস্তানের সামনে ৬৬২ রানের পাহাড়সম লক্ষ্য দাড় করিয়ে অবশেষে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৮০ ওভারে ৪২৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৩৬ রানে এগিয়ে থাকায় সফরকারীর সামনে বড় লক্ষ্য অনেকটা কাঙ্খিতই ছিল। এরমধ্যে শান্ত-মুমিনুলের সেঞ্চুরি যেন বড় লক্ষ্যটা রীতিমতো পাহাড়সম বানিয়ে দিয়েছে।
দুই বছর পর টেস্ট খেলতে নামা আফগানিস্তানের সঙ্গে প্রথম ইনিংসে ৩৮২ রান করে অলআউট হয় বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ১৪৬ রানে থেমে যায় আফগানদের রানের চাকা।
লিড নিয়ে শুরু করা দ্বিতীয় ইনিংসে দ্যুতি ছড়ান বাংলাদেশের ব্যাটাররা। ১ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন দুই অপরাজিত ব্যাটার শান্ত-জাকির। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে পাত্তায়ই পায়নি আফগান বোলাররা।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয়টিতেও সেঞ্চুরি হাঁকান শান্ত। তবে লাঞ্চ বিরতি থেকে ফিরে আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। তার দুর্দান্ত ইনিংসের সমাপ্তি ঘটে সাদা-মাটা ক্যাচে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫১ বলে ১২৪ রান।
দলীয় ১৯১ রাতের মাথায় ৩৫ তম ওভারের তৃতীয় বলে তিন রান নিতে গিয়ে বিপদ ডেকে আনেন জাকির। বিভ্রান্তিতে পড়ে রান আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। ফেরার আগে দলীয় স্কোরে তার ব্যাট থেকে যোগ হয় ৭১ রান।
শান্ত ফেরার পর লিটনকে নিয়ে লীড বড় করতে থাকেন মুমিনুল। দলীয়
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ৮৮ রান করেন ১০৬ বল খেলে। ৪৩ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন লিটন দাশ। দ্বিতীয় ইনিংসে দলীয় সংগ্রহ ৬৭ ওভারে দুই উইকেট হারিয়ে ৩৬৬ রান।
এর আগে মাহমুদুল হাসান জয় ১৭ রান করে আমির হামজার শিকারে পরিণত হন। অপর ব্যাটার জাকির হাসান সেঞ্চুরি করতে না পারলেও শান্তর সঙ্গে গড়েন ১৭৩ রানের জুটি। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে দলের ঝুলিতে ৭১ রান যোগ করেন তিনি। ইনিংস বিরতির পর শান্ত সাজঘরে ফিরলে মাঠে এসে মাত্র ৩ বলে ৮ রান যোগ করে ফেরেন মুশফিক৷ এরপর লিটনকে নিয়ে ইনিংস গোছাতে থাকেন মুমিনুল। দলীয় ৩৯৪ রানের মাথায় ১২৩ বল খরচ করে তিন অংকের যাদুকরী সংখ্যায় পৌঁছেন মুমিনুল। দুই বছরের বেশি সময় পর নিজের সপ্তন সেঞ্চুরির দেখা পান তিনি৷
অবশ্য এর আগে অর্ধশতকে পৌঁছেন লিটন দাশ।
শেষ পর্যন্ত ৪ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। মুমিনুল অপরাজিত ছিলেন ১২১ রানে। আর লিটন দাস অপরাজিত থেকেছেন ৬৬ রান করে।
ইনিংস ঘোষণার আগে লিটন অপরাজিত ছিলেন ৬৬ রানে আর মুমিনুল নেন ১৪৫ বলে ১২৫ রান
আজকের সারাদেশ/১৬জুন/এএইচ