আজকের সারাদেশ প্রতিবেদন:
জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে নিয়ে যাচ্ছে। এজন্য দরকার সুশিক্ষিত জাতি। সুশিক্ষিত প্রজন্ম আগামীতে দেশের নেতৃত্ব দেবে। সন্তানকে মানুষ করতে হলে মা বাবাকে আদর্শিক হতে হবে।
শনিবার (১৭ জুন) সকালে পটিয়ার শোভনদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও শহীদ মিনার উদ্বোধন, অভিভাবক সমাবেশ, শিক্ষার্থী ডায়েরি ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মো: এরশাদুল আলমের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহমদ, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, সহকারী শিক্ষা অফিসার মো: আলাউদ্দিন, হুইপের একান্ত সহকারী মো: হাবীবুল হক চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আলমগীর খালেদ, সাংগঠনিক সম্পাদক এম এজাজ চোধুরী, সদস্য মোহাম্মদ মুছা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাছান খোকন, শোভনদন্ডী ডিগ্রী কলেজের আজীবন দাতা মো: দিদারুল ইসলাম, আজীবন দাতা এবং কল্পলোক আবাসিক কার্যকরি কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মো: জুয়েল রানা।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এস এম জাকির হোসেন, উপজেলা আওয়ালীগ সদস্য মো: মিজানুর রহমান, দক্ষিন জেলা যুবলীগ নেতা মো: আলাউদ্দিন, উপজেলা যুবলীগ নেতা মীর এমদাদুল হক, সুলতান আহমদ খোকা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক, মোজাম্মেল হক, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো: আলমগীর হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি ফরিদুল আলম টুটুল, সম্পাদক আবিদ বিন হামিদ, অভিভাবক সদস্য নাজিম উদ্দীন, সহকারী শিক্ষক শারমিন সুলতানা প্রমুখ।
আজকের সারাদেশ/১৮জুন/এসএম