বিকাল ৫:৪৮, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সাপের কামড়ে বছরে সাড়ে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু!

আজকের সারাদেশ প্রতিবেদন:

দেশে বছরে চার লাখ তিন হাজার মানুষকে সাপে কামড়ায়। এর মধ্যে সাত হাজারের কিছু বেশি মানুষের মৃত্যু হয়। সাপের কামড় এবং মৃত্যুর হার বেশি হওয়া সত্ত্বেও স্থানীয়ভাবে কোনো অ্যান্টিভেনম তৈরি হয় না।

স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ইউনিটের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

২০২১ থেকে ২০২২ পর্যন্ত ৬৪ জেলায় হাসপাতালে সেবা নেওয়া রোগীর ওপরে এ জরিপ করা হয়েছে। সরকারি সমীক্ষায় দেখা গেছে, সমস্ত সাপের কামড়ের ঘটনার মধ্যে এক চতুর্থাংশ বিষাক্ত, যার ১০.৬ শতাংশ শারীরিক এবং ১.৯ শতাংশ মানসিক পক্ষাঘাত হয়ে যায়।

সমীক্ষায় আরও দেখা গেছে, বাংলাদেশে বছরে প্রতি লাখে ২৪৪ জন মানুষ সর্পদংশনের শিকার হন এবং প্রতি লাখে ৪ থেকে ৫ জন মানুষ মারা যান, যার ৯৫ ভাগ ঘটনা গ্রামে।

জানা যায়, বাংলাদেশে প্রতি বছর প্রায় চার লাখ মানুষ সর্পদংশনের শিকার হন এবং দুর্ভাগ্য সাড়ে সাত হাজার মানুষ মারা যান। সর্পদংশন বেশি ঘটে খুলনা এবং বরিশাল বিভাগে। ২৫-৫৫ বছর বয়সী পুরুষেরা বাড়ির আশে-পাশে সন্ধ্যা থেকে মধ্য রাতের ভেতরে সবচেয়ে বেশি সর্পদংশনের শিকার হন। শতকরা প্রায় ৮০ ভাগ মানুষ দংশনের পর দংশিত অঙ্গে গিট দেন এবং ৬৫ ভাগ মানুষ প্রথমেই ‘ওঝা’ বা প্রচলিত চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। সর্পদংশনের পরে প্রতি হাজারে ২ জন মানুষের অঙ্গহানি ঘটে এবং ২-২৩ ভাগ মানুষ বিভিন্ন দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতা ভোগ করেন। সর্পদংশনের পরে শতকরা প্রায় ১০ ভাগ মানুষ দীর্ঘমেয়াদী অবসাদগ্রস্ততায় আক্রান্ত হন। প্রতিটি সর্পদংশনের কারণে চিকিৎসার জন্য দংশিত ব্যক্তির প্রায় ২০০০ টাকা ব্যয় হয়।

এই জরিপে আরও জানা গেছে, প্রতি বছর প্রায় ১৯ হাজার গৃহপালিত পশু সর্পদংশনে আক্রান্ত হয় এবং এর মধ্যে ২৫০০ গৃহপালিত পশু মারা যায়, ফলে প্রতি বছর বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়।

আজকের সারাদেশ /১৮ জুন ২৩ /একে

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত