চবি প্রতিনিধি:
সংস্কার ও উন্নয়ন কাজের জন্য আগামী ২৩ জুন অর্থাৎ তিন দিনের মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে চবি কর্তৃপক্ষ।
সোমবার (১৯ জুন) দুপুরে চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংস্কার ও উন্নয়ন কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ আগামী ২৩ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। তাই ২৩ জুনের আগে সকল শিক্ষার্থীকে হল ত্যাগের অনুরোধ করা হলো। এ বিষয়ে হল সংশ্লিষ্ট সকলেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আজকের সারাদেশ / ১৯ জুন ২৩/ একে