সন্ধ্যা ৭:০৩, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভরাট করা পুকুর পুনঃখননের নির্দেশ

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকায় ভরাট করা একটি শতবর্ষী পুকুর পুনরায় খননের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। নির্দেশনার পর থেকে পুকুরটি পনঃখননের কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার উত্তর কাট্টলীর কালীবাড়ি এলাকায় ভরাট করা এই পুকুর সরেজমিনে পরিদর্শন করে জড়িতদের ৩ দিনের মধ্যে পুনঃখননের নির্দেশ দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক।

জানা যায়, দিয়ারা ৭৭৪ নম্বর দাগে ০.৪৬৬৮ একর পরিমাপের ওই পুকুর ভরাট করছিলেন ওই এলাকার প্রান্ত সেন এবং জহিরুল ইসলাম মিজান। যা ২০০০ সালের প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইনের লঙ্ঘন। বিষয়টি নজরে আসলে দ্রুত ব্যবস্থা নেওয়ান নির্দেশ দেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এর প্রেক্ষিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক। তিনি বলেন, ‘জেলা প্রশাসক মহোদয়ের  নির্দেশনা মোতাবেক কালীবাড়ির শতবর্ষী পুকুর রক্ষার্থে তাদেরকে তৎক্ষনাৎ পুকুর ভরাট বন্ধ করে আগামী ৩দিনের মধ্যে পুকুরের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেয়া হয়। এবং আজ থেকে পুকুর খননের কাজ শুরু হওয়ায় কাট্টলী সুরক্ষা পরিষদ ও এলাকাবাসী জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করেন।যারা পুকুর ভরাটের সাথে জড়িত  তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।’

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘বিনা অনুমতিতে কেউ পুকুর ভরাট করে ভিটি বা অন্য কোন শ্রেণিতে রুপান্তর করতে পারেনা। কেউ এরুপ কর্মকান্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে পরিবেশ বিনষ্টকারী হিসেবে আইনানুগ ব্যাবস্থা নেয়া যায়।ইতিমধ্যেই উত্তর কাট্টলী এলাকার এই ঐতিহ্যবাহী শতবর্ষী পুকুর রক্ষায় পুন:খনন করে পূর্বঅবস্থায় আনার জন্যে নির্দেশনা দিয়েছি।যার ফলে ইতিমধ্যেই পুকুর খননের কাজ শুরু হয়েছে।’

আজকের সারাদেশ/২০জুন/এএইচ

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত