আজকের সারাদেশ প্রতিবেদন:
পাওনা পরিশোধ না করায় ফের ডায়ালাইসিস সেবা বন্ধের হুমকি দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবা প্রদানকারী স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিস বাংলাদেশ (প্রা:) লিমিটেড। বুধবার এক নোটিশে বৃহস্পতিবার থেকে সেবা বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
লিখিত নোটিশে অভিযোগ করা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে পাওনা আদায়ে বারবার ধর্না দিয়েও কাজ হয়নি। অধিদপ্তরের পরিচালক (অর্থ) কর্তৃক সার্ভিস পেমেন্ট পরিশোধে বারবার বিলম্ব করা হচ্ছে। এজন্য তারা সরাসরি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অর্থ) ফরিদা ইয়াসমিনকে দায়ী করেছেন। নোটিশে তাঁর নাম ও ফোন নম্বর উল্লেখ করে সেবা বন্ধ বা চালুর ব্যাপারে জানতে যোগাযোগের অনুরোধ করা হয়।
এ ব্যাপারে স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিস বাংলাদেশ (প্রা:) লিমিটেডের ব্যবস্থাপক জানান, বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে সেবা প্রদান সম্ভব নয়। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করে সেবা চালু রাখার অনুরোধ জানিয়েছেন তারা।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’
আজকের সারাদেশ/২১জুন/এইচটি/এএইচ