কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য “নৃবিজ্ঞান বিভাগ শিক্ষার্থী কল্যাণ তহবিল” গঠন করা হয়েছে। এই তহবিলের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর সহযোগিতা, মেধা বৃত্তি, চিকিৎসা সহায়তা, মানবিক সহযোগিতা ইত্যাদি প্রদান করা হবে।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় এই তহবিলটি পরিচালিত হবে। তহবিলটি নৃবিজ্ঞান সমিতির সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে।
নৃবিজ্ঞান সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন, নৃবিজ্ঞান বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ফারুক ভাই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হলে আমরা একটি শিক্ষার্থী কল্যাণ তহবিলের প্রয়োজনীয়তা অনুভব করি। এরই পরিপ্রেক্ষিতে আজ ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ সকলের সহযোগিতায় এই শিক্ষার্থী কল্যাণ তহবিল গঠন করতে পেরেছি। আশা করি নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই তহবিলের মাধ্যমে উপকৃত হবে।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক শাখায় এ তহবিলটির হিসাব খোলা হয়েছে। হিসাব নং “1004846455”।
আজকের সারাদেশ/২২জুন/এএইচ