রাত ৮:১৩, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জমজমাট লড়াইয়ের পরও হার বাংলাদেশের

আজকের সারাদেশ প্রতিবেদন:

লড়াইটা জমজমাট হবে, এটাই আগেই ইঙ্গিত মিলেছিল। দুই দলের ফিফা র্যাঙ্কিং ব্যবধান যে প্রায় একশ, এটা সাফ চ্যাম্পিয়নশিপে মাঠের লড়াইয়ে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না। ম্যাচের প্রথমার্ধে বেশ শক্তভাবে লেবাননকে প্রতিহত করলেও দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ দল। শেষ মুহূর্তে লেবানিসদের জোড়া গোলে ২-০ ব্যবধানের হতাশার হার নিয়ে মাঠে ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে করে হেরেই সাফ মিশন শুরু করলো জামাল ভূঁইয়ারা।

বেঙ্গালুরুর শ্রী কান্তীরাভা স্টেডিয়ামে শক্তিশালী দলটির বিপক্ষে ৪-৩-২-১ ছকে শুরুর একাদশ সাজান বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

ম্যাচের শুরুর দিকে বল পজিশন আর নিয়ন্ত্রণেও এগিয়ে ছিল লেবানন। বেশ কয়েকটি আক্রমণও করে দলটি। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। বেশ শক্তভাবেই বাংলাদেশের রক্ষণভাগের সামাল দেন তারিক কাজী, তপু বর্মণরা। এ ছাড়া লাল-সবুজের শিবিরের গোলবারের অতন্দ্র প্রহরী আনিসুর রহমান জিকোর দুর্দান্ত সেভের কাছে পাত্তাই পাচ্ছিল না লেবানিসরা। তবে ম্যাচের ৭৯তম মিনিটে জয়সূচক গোল করে বাংলাদেশকে হতাশায় ভাসান হাসান মাতুক। এ ছাড়া ইনজুরি টাইমে আরেকটি গোল করে দলের লিড বাড়ান খলিল বাদের।

ম্যাচের ১৫তম মিনিটেই দারুণ সুযোগ পেয়েছিল লেবানন। বক্সের বাইরে থেকে করিম দারউইচের নেওয়া শট অল্পের জন্য গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়।এরপর ম্যাচের ৩৫তম মিনিটে আবারও গোলের সুযোগ পেয়েছিল লেবানন। তবে তা প্রতিহত করেন, বাংলাদেশের গোলকিপার আনিসুর রহমান জিকো। আলি-আল হাজ কোনাকুনি নেওয়া শট রুখে দিয়ে দলকে রক্ষা করেন জিকো।

ম্যাচের ৪৩তম মিনিটে আক্রমণের দারুণ এক ভিত গড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে তা লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন, বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিম। বক্সে ঢুকে তার ডান প্রান্ত দিয়ে নেওয়া জোরালো শট পোস্টের বাইর দিয়ে চলে যায়।

শেষ পর্যন্ত বাংলাদেশের জালে বল পাঠাতে না পারায় গোলশূন্য ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। আর লেবাননের বিপক্ষে গোলশূন্য সমতায় স্বস্তি নিয়ে বিরতিতে যায় জামাল ভূঁইয়ারা।

বিরতি থেকে ফিরে বাংলাদেশের শিবিরে একের পর এক আক্রমণ চালায় লেবানন। এতে ম্যাচের শেষ ১৭ মিনিটে জোড়া গোল হজম করে বাংলাদেশ।

ম্যাচের ৭৯তম মিনিটেই জয়সূচক গোলের দেখা পেয়ে যায় লেবানিসরা। ডিফেন্ডার তারিক কাজির ভুলে প্রথম গোল হজম করে বাংলাদেশ দল। সেই ভুলের মাশুল দিয়েই হার দেখল কোচ হ্যাভিয়ের দল। বল দেওয়া-নেওয়ায় ভুল করে বসে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে বল পেয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পরেন লেবাননের দুই ফরোয়ার্ড। বাংলাদেশের গোলরক্ষককে ফাঁকি দিয়ে দলকে এগিয়ে নেন হাসান মারতুক।

ইনজুরি টাইমে ম্যাচের ৯৬তম মিনিটে আরেকটি গোল হজম করে বাংলাদেশ। এবার গোল করে স্কোরলাইনে নাম তুলেন খলিল বাদির।

তবে অতিরিক্ত সময়ে সমতায় ফেরার সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছেড়েছে লাল-সবুজের জার্সিধারীরা।

আজকের সারাদেশ / ২২ জুন ২৩/ একে

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত