আজকের সারাদেশ প্রতিবেদন:
বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠার ৭৪ তম জন্মবার্ষিকীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চুর নেতৃত্বে লালদীঘি ময়দানের ৬ দফা স্মৃতি স্মারকস্থলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শুক্রবার বাদে জুমা স্মৃতি স্মারকস্থলে প্রতিকৃতির সামনে কিছুসময় নিরবতা পালন এবং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করে উপস্থিত নেত-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন আরশেদুল আলম বাচ্চু। তিনি এ সময় বলেন, ইতিহাসের পাতায় পাতায়, বাংলার ঘরে ঘরে, বাঙালির হ্নদয়ে হ্নদয়ে, খুঁজে পাবে আওয়ামী লীগের ঠিকানা। মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাত থেকে আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অপ্রতিরোধ্য ও অপ্রতিদ্বন্দ্বী কাফেলা। বাঙালির আবেগ-অনুভুতি ও ভালোবাসার প্লার্টফর্মে তৈরি হয়েছে এই সংগঠন। ইতিহাস-সৃষ্টি , অধিকার, ঐতিহ্য – সাফল্য -অর্জন, উন্নয়ন – অগ্রগতি সবই সাধিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। তাই আগামী নিবার্চনে আওয়ামী লীগ , প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং নৌকার কোনো বিকল্প নেই।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা, নৌকার
শ্লোগানে শ্লোগানে মুখরিত লালদীঘি ময়দানে এক উৎসবমুখর পরিবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দীন, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আলাউদ্দিন আলো, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা শওকত আলম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সাংগঠনিক সম্পাদক আলম মানিক, ইমরান কামাল বনী, হাসান আলী, সৈয়দ আনিসুর রহমান, মো. সালাউদ্দিন, ইমাম উদ্দিন নয়ন, আজিম উদ্দিন তালুকদার, রাকিব হায়দার, শাহাদাত হোসেন হীরা, ইমাম হোসেন ইমন, মুজিবুর রহমান, আনওয়ারুল কবির জুয়েল,শওকত হোসেন তানজিম, আরিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আবু সায়িদ মুন্না, ওমরগনি, নুরুল আবছার রাফি, নিলয় চৌধুরী নিহাল, শাহীন আলম, আলিফ হোসেন, শাফায়েত হোসেন শুভ, সামসিয়াত রিফান প্রমুখ।
আজকের সারাদেশ/২৩জুন/এএইচটি/এএইচ