রাত ১০:৪৭, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বেসরকারি টেলিভিশনে কাজ করতেন সিরিজ বোমা হামলার আসামি

আজকের সারাদেশ ডেস্ক:

২০০৫ সালের সিরিজ বোমা হামলার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তুহিন রেজাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। দীর্ঘ ১৮ বছর ধরে পলাক ছিলেন তিনি। এ ছাড়া তাকে নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর সদস্য বলে দাবি করেছে র‌্যাব।

গ্রেপ্তার তুহিন তার পরিচয় গোপন করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন এতদিন। তাকে বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২৩ জুন) রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ২০০৪ সালে জেএমবির ঝিনাইদহ সদর শাখায় সদস্য হিসেবে যোগ দেন এই তুহিন। সংগঠনটিতে যোগ দেয়ার পর সংগঠনের লিফলেট তৈরি, লিখিত প্রচার-প্রচারণার সম্পাদনা, গোপন ও নাশকতামূলক খবর আদান-প্রদান করতেন। এ ছাড়া বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক প্রামাণ্যচিত্রও তৈরি করতেন, যেসব ভিডিও পথভ্রষ্ট করতো তরুণদের।

এ ছাড়াও র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ২০০৫ সালে বোমা হামলার পর তুহিন ঝিনাইদহ সদরে জঙ্গি ক্যাম্পে নিজেকে আড়ালে রেখেছিলেন। এ ঘটনায় মামলা হলে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ঢাকায় চলে আসেন তুহিন। ঢাকায় আসার পর প্রথমে যাত্রাবাড়ী, তারপর খিলগাঁও, উত্তরা, মহাখালীসহ বিভিন্ন এলাকায় থেকেছেন।

কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ আরও বলেন, তুহিন গ্রেপ্তার এড়ানোর জন্য বিভিন্ন সময় তার বাসা পরিবর্তন করেছেন। সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভিডিও এডিটর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

আজকের সারাদেশ/২৩জুন/এএইচ

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত