আজকের সারাদেশ প্রতিবেদন:
ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের রেলিংয়ে ধাক্কা লেগে একটি অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় অ্যাম্বুলেন্সটিতে থাকা অন্তত ৭ যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে০ এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ মাহমুদ বলেন, ঢাকা থেকে ভাঙ্গা যাওয়ার পথে মালিগ্রাম ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্সে থাকা সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও অ্যাম্বুলেন্সে থাকা সাতজন দগ্ধ হয়ে মারা গেছেন।
এর আগে দুর্ঘটনার পর ফরিদপুর হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেছিলেন, ওই অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে আসার পথে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের উপরে রেলিং এর সঙ্গে ধাক্কা খায়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশে আগুন ধরে যায়। তবে গাড়িটির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে কী না তা এখনও নিশ্চিত জানা যায়নি।
আজকের সারাদেশ/২৪জুন/এসএম