সন্ধ্যা ৬:৫১, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিতকরণে সেনাবাহিনী বদ্ধপরিকর

আজকের সারাদেশ প্রতিবেদন:

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী বলেছেন, পাহাড়ি এলাকায় জনসাধারণের কল্যাণার্থে খাগড়াছড়ি রিজিয়ন তথা লংগদু সেনা জোন (তেজস্বী বীর) তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করবে ।

রোববার (২৫ জুন) দুপুরে রাঙামাটির লংগদু জোনে ঈদুল আযহা উপলক্ষে উপহার প্রদানকালে এসব কথা বলেন ।

এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। আপনাদের যেকোনো সমস্যা আমাদের বলবেন এবং সেনাবাহিনীকে নিজেদের পরিপূরক হিসেবে ভাববেন।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয় পাহাড়ি বাঙালিদের মধ্যে অসচ্ছল যুবককে—সেলাই মেশিন, কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের—পাঠ্যবই ও ল্যাপটপ, স্থানীয় মাদ্রাসায়—সিলিং ফ্যান, আনসার ব্যাটালিয়ন এবং বিভিন্ন এলাকার অসচ্ছল পরিবারের মাঝে—ঢেউ টিন, থ্যালাসেমিয়া সহ বিভিন্ন রোগাক্রান্তদের এবং দুস্থ অসহায়দের—আর্থিক সহায়তা এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া, উপ-অধিনায়ক মেজর রিফাতুজ্জাকের, জোনের আরএমও ক্যাপ্টেন যোবায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপু, মাইনীমূখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, আটারকছড়া ইউপি চেয়ারম্যান অজয় চাকমা মিত্র, খেদারমারা ইউপি চেয়ারম্যান বিল্টু চাকমা, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা লাকী, লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা মো. এখলাছ মিঞা খান ও সাধারণ সম্পাদক আরমান খান প্রমুখ।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় হেডম্যান, কার্বারী, সাংবাদিক ও জোনের বিভিন্ন পদবীর অফিসারবৃন্দ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আজকের সারাদেশ/২৫জুন/একে/এএইচ

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত