রাত ১১:০৮, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইস্পাতের মূল্যবৃদ্ধির প্রভাব কামার পাড়ায়

হাবীব আরাফাত, চট্টগ্রাম
২০২২ সালে কুরাবানির ঈদের পূর্বে প্রতিটন রডের মূল্য ছিল ৮৪ থেকে ৮৫ হাজার টাকা। তবে নানা কারণে পণ্যটির দাম এখন ৯৫ থেকে ৯৭ টাকা টন। এক বছরের ব্যবধানে ইস্পাতের মূল্য বেড়েছে টনপ্রতি ৮ থেকে ১২ শতাংশ। এর প্রভাব পড়েছে ইস্পাত নির্ভর ক্ষুদ্রশিল্পে। পণ্যটির মূল্য বৃদ্ধির কারণে দাম বেড়েছে দা-ছুরি-বটির। কামারদের কাজে ব্যবহৃত পোড়া কয়লার দামও বেড়েছে বস্তাপ্রতি ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। বেড়োছে কারিগরদের বেতনও। এসবের প্রভাবে এক বছরে দা-ছুরির দাম বেড়েছে দেড় থেকে দুই গুন।

মসুলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টির উদ্দ্যেশ্যে পশু কুরবানি দেওয়া হয়। কুরবানির পশু কাটাকাটির জন্য প্রয়োজন হয় ধারালো দা-ছুরির। এতে এই উৎসবকে ঘিরে স্বাভাবিকের চেয়ে কয়েকশ গুণ বেড়ে যায় এসব ইস্পাত পণ্যের চাহিদা। তাই কুরবানির আগ মুহূর্ত পর্যন্ত তুমুল ব্যস্ততা চলে কামার পাড়ায়। প্রতি হিজরি বর্ষের ১০ জিলহজ্জ পবিত্র ঈদুল আজহা পালন করা হয়। গত ১৯ শে মার্চ চাঁদ দেখা গেছে জিলহজ্জ মাসের। সেই হিসেবে ঈদুল আজহা পালন করা হবে আগামী বৃহস্পতিবার (২৯ জুন)। অর্থাৎ ঈদুল আজহার বাকী আর মাত্র তিন দিন। তাই এবারও দারুণ ব্যস্ততা চলছে কামারদের।

রোববার বিকেলে নগরীর আতুরার ডিপু, নিউ মার্কেট, তেলপট্টি রোড, লালদিঘি পাড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় দা, বটি, ছুরি, চাকু ও ধামা তৈরিতে ব্যস্ত কামররা। যেন দম ফেলবার ফুরসত নেই। এককেকটা দোকানে মালিক ও কর্মচারী মিলে কাজ করছেন ২ থেকে ৬ জন পর্যন্ত। কেউ দোকানের ভেতরের ছোট্ট চুল্লিতে ইস্পাত গলানোর চেষ্টা করছেন তো কেউ পানিতে চুবিয়ে তা ঠান্ডা করছেন। কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রয়োজনীয় আঁকার দেওয়ার চেষ্টা করছেন। আবার কেউ বা ব্যস্ত দা-ছুরিতে শান দেওয়া নিয়ে।

কামারদের অভিযোগ, তাদের প্রধান কাঁচামাল ইস্পাত থেকে শুরু করে সবকিছুর দাম বাড়লেও বেশি দামে তৈরি পণ্য বিক্রি করতে পারেন না তারা। ক্রেতারা পূর্বের দামের চেয়ে বেশি দামে পণ্য কিনতে চান না। এরমধ্যে আছে কর্মচারী সংকটও।

নগরীর আতুরার ডিপু এলাকার সুধীরঞ্জন কর্মকার বলেন, ‘আমরা মূলত কেজিতে লোহা কিনি। আগে যেটা ১০০ থেকে ১১০ টাকা দরে কিনতাম, সেটা এখন ১৪০ থেকে ১৫০ টাকায় কিনতে হয়। তাছাড়া আগে পোড়া কয়লা কিনতাম ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায়, এখন কিনতে হয় ২ হাজার ২০০ টাকায়। আমাদের কর্মচারীদের বেতনও এখন বেশি। তাই সব মিলিয়ে আগের দামে পণ্য বিক্রি করলে পোষায় না আমাদের। কিন্তু ক্রেতারা আগের চেয়ে বেশি দামে কিনতে চায় না। আমাদের তো এই একটাই সিজন থাকে, সারা বছর ব্যবসা থাকে না।’

প্রতি বছর কুরবানির ঈদে কর্মচারিদের বেতনসহ সব খরচ মিটিয়ে দুই থেকে আড়াই লাখ টাকা উপার্জন হয় বলে জানান সুধীরঞ্জন। তবে এবার পণ্যের মূল্য বেশি হওয়ায় উপার্জন নিয়ে শঙ্কিত তিনি।

তেলপট্টি রোড এলাকার রুপন কর্মকার তার এক নিকটাত্মীয়কে নিয়ে কাজ করছিলেন। তিনি বলেন, ‘কুরবানির সময় একটু শ্রমিক সংকট থাকে। আমার আরো ৩ থেকে ৪ জন কারিগর প্রয়োজন ছিল, কিন্তু অনেক খোঁজেও কোথাও কারিগর পাইনি।’

তবে ক্রেতারা বলছেন, কোরবানিতে দা-ছুরির চাহিদা বৃদ্ধি পাওয়ায় নানা অযুহাতে এসব পণ্যের দাম বৃদ্ধি করেন কামাররা। যেহেতু কুরবানির পশু কাটাকাটিতে দা-ছুরির ব্যবহার করতেই হয়, তাই বাধ্য হয়ে বেশি দামেই কিনতে হচ্ছে এসব পণ্য।

নগরীর আতুরার ডিপুতে কল্পলোক আবাসিক এলাকা থেকে ছুরি কিনতে আসা মো. গিয়াস উদ্দিন বলেন, ‘আমি একটা ছুরি কিনেছি ৬০০ টাকায়। একটা ধামা কিনেছি ১ হাজার ৭০০ টাকায়। অথচ একবছর আগে হলে ছুটিটা তিনশ থেকে সাড়ে তিনশ টাকায় পাওয়া যেত৷ আর ধামাটা সর্বোচ্চ এক হাজারের মধ্যে পেতাম। কিন্তু এখন দাম বেড়েছে, বেশি দামেই কিনতে হচ্ছে।’

একই কথা বললেন বাঁশখালীর কাথারিয়া এলাকার মো. শাহেদ। কুরবানির ঈদে মৌসুমি কসাই হিসেবে কাজ করেন তিনি। নিজের কাজের জন্য ৬০০ টাকা দামে তিনিও একটি ছুরি কিনেছেন। মো. শাহেদ বলেন, ‘ শুধু এই বছর না, কামররা কুরবানির ঈদ আসলে প্রতিবছরই দাম বৃদ্ধি করে। আমাদের বাধ্য হয়ে বেশি দামেই কিনতে হয়।’

আজকের সারাদেশ/২৫জুন/এএইচ/এসএম

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত