বিকাল ৫:৪৯, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জিম-আফ্রো টি টেনে মরগ্যানসহ তারকার মিলনমেলা

আজকের সারাদেশ ডেস্ক:
জিম্বাবুয়েতে বসবে টি-টেন লিগের আসর। এই টুর্নামেন্টের আগে প্লেয়ার ড্রাফটের আগে অংশগ্রহণকারী পাঁচ দলের সামনে সুযোগ ছিল সরাসরি চুক্তিতে চারজন ক্রিকেটারকে দলে ভেড়ানোর। ওই সুযোগ কাজে লাগিয়ে দলগুলো বড় তারকাদের দলে ভিড়িয়েছে।

জিম্বাবুয়ে-আফ্রো টি-টেন লিগে নাম লেখানো ক্রিকেটারদের তালিকায় আছে ইয়ান মরগ্যান, এভিন লুইস, রবিন উত্থাপ্পা ও ইউসুফ পাঠানদের মতো বড় বড় তারকাদের নাম।

আগামী ২ জুলাই হারারেতে হবে এই টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট। দলগুলো সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। যার মধ্যে জিম্বাবুয়ের ৬ জন ক্রিকেটার রাখা বাধ্যতামূলক।

এই প্লেয়ার ড্রাফটের আগে দলগুলোর সামনে সুযোগ ছিল সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে ভেড়ানোর। সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার দলে ভেড়াতে পারবে। অংশগ্রহণকারী পাঁচ দল তাই চারজন করে ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। 

প্রি ড্রাফট সাইনিং-

হারারে হ্যারিকেনস- ইয়ান মরগ্যান, ইভিন লুইস, শাহনেওয়া দাহানি, রবিন উথাপ্পা

কেপ টাউন স্যাম্প আর্মি- ভানুকা রাজাপাকসে, করিম জানাত, রহমানউল্লাহ গুরবাজ, মহেশ থিকসানা,

ডারবান কালান্দার্স- আসিফ আলী, সিসান্ডা মাগালা, জর্জ লিন্ডে, হজরতউল্লাহ জাজাই।

জোবার্গ ব্যাফেলোস- ইউসুফ পাঠান, মুশফিকুর রেহমান, টম ব্যান্টন, নূর আহমেদ।

বুলাওয়ে ব্রেভস- সিকান্দার রাজা, অ্যাশটন টার্নার, টাইমাল মিলস, বেন ম্যাকডরমট।

আজকের সারাদেশ/২৭জুন/এসএম

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত