সকাল ৬:২২, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ফের মঞ্চ ভেঙে পড়লেন বিএনপি নেতারা

আজকের সারাদেশ প্রতিবেদন:

রাজধানীতে নেতাকর্মীদের চাপে ভেঙে পড়েছে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশের মঞ্চ। তবে এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২২ জুলাই) দুপুর দুটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে আয়োজিত এই সমাবেশের মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটে।

সমাবেশ ঘিরে এইদিন সকাল থেকে কুমিল্লা, ময়মনসিংহ ,ফরিদপুর ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানে। উদ্যানের পাশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে তৈরি করা হয় সমাবেশের মঞ্চ। সমাবেশস্থলে নেতাকর্মীরা প্রবেশ করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও রমনা গেট দিয়ে। যায়। টিএসসির পাশের উদ্যান আইনশৃঙ্খলা বাহিনী বন্ধ করে রাখায় ওই গেইট দিয়ে প্রবেশ করতে পারছেন না নেতাকর্মীরা।

এইদিন বেলা দুইটার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী সাংস্কৃতিক অনুষ্ঠারনের মাধ্যমে শুরু হয় সমাবেশ। এসময় একের পর এক নেতাকর্মীরা মঞ্চে উঠতে থাকেন। এক পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন নেতাকর্মীদের চাপে ভেঙে পড়ে মঞ্চ। সেই ভাঙ্গা মঞ্চেই চলে পরবর্তী কার্যক্রম।

দলটির ভাষ্য, ভোটাধিকার পুনরুদ্ধার, বাকস্বাধীনতা, নিরপেক্ষ বিচারব্যবস্থা ও মেধাভিত্তিক কর্মসংস্থানের দাবিতে তারুণ্যের সমাবেশের আয়োজ করা হয়। এতে প্রধান অতিথি করা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে তরুণদের উজ্জীবিত করতে জুনের প্রথম দিকে বিএনপি ‘তারুণ্যের সমাবেশ’-এর ঘোষণা দেয়। সেই পরিকল্পনা অনুযায়ী গত ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট ও ১৭ জুলাই খুলনায় তারুণ্যের সমাবেশ হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে আজকের কর্মসূচির মধ্য দিয়ে তারুণ্যের সমাবেশ শেষ হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে ২০২২ সালের ১২ জানুয়ারী চট্টগ্রামের কর্ণফুলী থানার সিডিএ আবাসিক এলাকা মাঠে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে মঞ্চ ভেঙে পড়েন বিএনপি নেতারা। তারও আগে ২০২১ সালের ৩০ নভেম্বর চট্টগ্রাম নগরের কালা মিয়া বাজার কেবি কনভেনশনে আয়োজিত বিক্ষোভ সমাবেশেও মঞ্চ ভাঙার ঘটনা ঘটে।

আজকের সারাদেশ/২২জুলাই/এএইচ

সর্বশেষ সংবাদ

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু

ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলে হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির

বন্দিতে ঠাসা চট্টগ্রামের কারাগার, ১৫ দিনে বেড়েছে ১ হাজার বন্দী