বিকাল ৩:৪৭, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

অতি বৃষ্টিতে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে, সচল হচ্ছে সব ইউনিট

আজকের সারাদেশ প্রতিবেদন :

সপ্তাহ ধরে টানা বৃষ্টির কারণে হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাত্র একদিনের ব্যবধানে গতকাল সোমবার উৎপাদন বেড়ে হয়েছে ১৬৬ মেগাওয়াট।

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। এতে সচল হয়ে উঠছে এক সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট। গতকাল বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ১৩৫ মেগাওয়াট। আজ পাঁচ ইউনিটে সর্বমোট ১৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

যদিও পাঁচটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। এর মধ্যে ১ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ২৬ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট ও ৫ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের বলেন, ‘গত কয়েক দিনের বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে এই মুহূর্তে ৯০.৯২ ফুট মীন সী লেভেল পানি থাকার কথা।

কিন্তু হ্রদে আজ পানি রয়েছে ৮৬.২৫ ফুট মীন সী লেভেল। কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন লেভেল।’ উৎপাদিত সব বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

আজকের সারাদেশ/ ৮ আগস্ট

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত