আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যার পানির তলিয়ে নিখোঁজের প্রায় দুদিন পর কৃষক আসহাব মিয়ার (৬০) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের চুনতিপাড়া খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, সোমবার (৭ আগস্ট ) বিকেল পাঁচটার দিকে দিকে তেওয়ারিহাট বাজার থেকে আমিরাবাদ চট্টলাপাড়া এলাকায় বাড়িতে যাওয়ার পথে পানির স্রোতে তলিয়ে যায় আসহাব মিয়া৷ এরপর থেকে নিখোঁজ ছিল তিনি।
নিহত আসহাব মিয়ার আমিরাবাদ চট্টলা পাড়ার কালু মিয়ার পুত্র। তিনি পেশায় একজন কৃষক।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল।
তিনি বলেন, আজ সকালে পুদয়া ইউনিয়নের চুনতিপাড়া এলাকায় খালে ভাসমান অবস্থায় নিখোঁজ আসহাব মিয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয়া।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা পরবর্তী ব্যবস্থা নিচ্ছি।
আজকের সারাদেশ/ ৯ আগস্ট