রাত ১২:০৪, বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে পিতা পুত্রসহ ৩ জনের মৃত্যু

আজকের সারাদেশ প্রতিবেদন:

কক্সবাজারের চকরিয়ার বিএমচর বহদ্দারকাটায় সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে পিতা ও দুই পুত্রের মৃত্যু হয়েছে। বন্যার পানি নেমে গেলে বাড়ির সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন তারা।

চকরিয়ার বিএমচর বহদ্দারকাটায় বুধবার (৯ আগস্ট) রাত ১০ টার দিকে উপজেলার ভেওলা মানিকচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বহদ্দারকাটা গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন বহদ্দারকাটা গ্রামের আনোয়ার হোসেন(৭০) শাহাদাত হোসেন (৫০) ও শহিদুল ইসলাম (২২)।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ জানিয়েছেন- বন্যার পানি নেমে গেলে বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করতে নামে শহিদুল ইসলাম। ট্যাংকের ভিতর থেকে তার সাড়া শব্দ না পেলে উদ্ধার করতে নামে তার বড় ভাই মুহাম্মদ শাহদাত। পরে দুই ভাইকে ডাকার পরেও তাদের সাড়া না পেয়ে ট্যাংকে নামে তাদের পিতা আনোয়ার হোসেন। তিনিও সেখানে অজ্ঞান হয়ে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে তিনজনকেই চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহাদাত ও শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পিতার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। তিনিও ওই রাতে মৃত্যুবরণ করেন।

এতে পুরো এলাকায় শোক বিরাজ করছে।

আজকের সারাদেশ/১০ আগস্ট

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত