দুপুর ২:৫৪, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এমপি মোস্তাফিজের সামনে সরকারের প্রশংসা জামায়াত নেতার!

আজকের সারাদেশ প্রতিবেদন:

বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর সামনে আওয়ামী লীগ সরকারের উন্নয়নযজ্ঞের ভূয়সী প্রশংসা করে মোনাজাত করেছেন বাঁশখালী উপজেলা জামায়াতের রুকন (সদস্য) ও শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী।

শনিবার (১২ আগস্ট) দুপুরে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মোনাজাত করার সময় তিনি মোনাজাতে সরকারের উন্নয়নের প্রশংসা করেন।

তবে তিনি বিষয়টি অস্বীকার করেছে।

জানা গেছ, উপজেলা অফিসার্স ক্লাবে বাঁশখালী চেয়ারম্যান সমিতির উদ্যোগে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম-১৬ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।

অনুষ্ঠান শেষে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী। তিনি ২০২২ সালের ১৫ জুন জামায়াতের সমর্থনে স্বতন্ত্র মোড়কে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করা সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী বলেন, ‘শেখের খীলের চেয়ারম্যান বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং এমপি মহোদয়ের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করেন। তখন তো সব ইউনিয়নের চেয়ারম্যান ও এমপি মহোদয় এবং ইউএনও মহোদয় উপস্থিত ছিলেন। বিষয়টি তো ইতিবাচক।

এ প্রসঙ্গে জানাতে চাইলে শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী বলেন, কোন মিটিংয়ে আমি বক্তব্য দেইনি। আমাদের ইউএনও বিদায় উপলক্ষে চেয়ারম্যান সমিতি আয়োজিত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেছি। ইউএনও সাহেব একজন ভালো মানুষ ছিলেন। তাই তার প্রশংসা করে মোনাজাত করেছি। কোন রাজনৈতিক বক্তব্য দেয়নি।

আজকের সারাদেশ/ ১৩ আগস্ট

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত