দুপুর ১২:০০, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে

আজকের সারাদেশ প্রতিবেদন:

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়েছে। বর্তমানে হ্রদে পানির উচ্চতা রয়েছে ১০১ দশমিক ৪৭ ফুট এমএসএল (মেইন সি লেভেল)। টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানি বাড়ায় দেশের একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

জানা যায়, কাপ্তাই হ্রদে পানির উচ্চতা শনিবার দুপুর পর্যন্ত ছিল ১০১ দশমিক ৪৭ ফুট এমএসএল। রুলকার্ভ অনুযায়ী, হ্রদে পানি থাকার কথা ৯২.৭২ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ এমএসএল। হ্রদে ১০৬ এমএসএল হলে বিপদসীমা হিসেবে ধরা হয়।

পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, হ্রদে পানি বেড়ে যাওয়ায় ২৩৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটই চালু করা হয়েছে। এই পাঁচ ইউনিট থেকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে কেন্দ্রটি যা চলতি বছরে এ কেন্দ্র থেকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন।

এক মাস আগেও কাপ্তাই হ্রদে পানি সংকটে এ কেন্দ্র থেকে দৈনিক মাত্র ২৫ থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের গণমাধ্যমকে জানান, টানা ভারী বৃষ্টিপাতে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কেন্দ্র থেকে এ পর্যন্ত সর্বোচ্চ ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে।

তবে বৃষ্টিতে হ্রদের পানি আরও বাড়লেও এর চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয়। কারণ কেন্দ্রের যে ৫টি ইউনিট রয়েছে সেগুলো অবস্থা ভালো না।

প্রসঙ্গত, ২০২১ সালে কাপ্তাই হ্রদে পানি ছিল ১০৬.৬৯ ফুট এমএসএল এবং ২০২২ সালে ছিল ৯৮.৬২ ফুট এমএসএল।

আজকের সারাদেশ/১৩ আগস্ট

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত