দুপুর ২:৫২, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সাঈদীর জানাজা ঘিরে চট্টগ্রামে জামায়াত-পুলিশ সংঘর্ষ, পুলিশসহ বহু হতাহত

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর মওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে জামায়াতের কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকজন জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল সোয়া চারটার দিকে নগরীর ওয়াসা মোড় এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

এরপর ওয়াসার মোড়ে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে জামায়েতের সমর্থকরা । এতে পুলিশ ধাওয়া দিলে আবারও সংঘর্ষ শুরু হয়ে জিইসি মোড় ও লালখান বাজারসহ নগরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।। এরপর ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ।
এ মহূর্তে ওয়াসা মোড় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকজনকে আটক করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর ওয়াসা মোড় এলাকায় জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে সাইদীর গায়েবানা জানাজা নামাজের প্রস্তুতি নিচ্ছিল সংগঠনটির নেতাকর্মীরা। বিকেলে পুলিশ জমিয়তুল ফালাহর প্রধান গেট আটকে দেয়। এরপর জামায়াতের কর্মীরা ওয়াসা মোড়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। পরে পুলিশ তাদেরকে সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আমরা ঘটনাস্থল থেকে জামায়াত শিবিরের বেশ কয়েকজনকে আটক করিছি। যাছাই বাছাইয়ের কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়া জামায়াত শিবিরের নেতাকর্মীরা এখানে জড়ো হতে থাকে। পরে তারা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। আমরা তাৎক্ষণিকভাবে সেটা প্রতিরোধ করেছি। পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। জামায়াত শিবিরের কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

তবে মোট কতজনকে আটক করা হয়েছে তা পরে জানানো হবে বলে জানান তিনি।

এর আগে, সকাল ১১টার দিকে নগর জামায়াতের পক্ষ থেকে গায়েবানা জানাজার সময় ও স্থান উল্লেখ করে বিভিন্ন গ্রুপে পোস্ট দেয় নেতাকর্মীরা। পরে ঠিক বিকেল ৪টা ৪ মিনিটে আবারও আরেকটি পোস্ট দিয়ে জানায়, ‘অনিবার্য কারণবশত চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ মসজিদে সাঈদীর গায়েবানা জানাজা স্থগিত করা হয়েছে’। তবে এ স্থানের পরিবর্তে অন্য কোনো জায়গায় ‘গায়েবানা জানাজা’ পড়বে কিনা তা জানা যায়নি।

আজকের সারাদেশ/১৫ আগস্ট

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত