আজকের সারাদেশ প্রতিবেদন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির নেতাদের ক্যাম্পাসে যেতে মানা করে দিয়েছিলেন ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। বলেছিলেন,’ছাত্রদলের কমিটি হইছে। কমিটি নিয়ে বাসায় থাকবেন, ক্যাম্পাসে আসার চেষ্টা দয়া করে করবেন না। ছাত্রলীগের নেতা কর্মীরা, একবিন্দু ছাড় দিবে না৷’ কিন্তু সেই রুবেলকে অনেকটা ‘ঘুমে রেখে’ ক্যাম্পাসে দীর্ঘদির পর বড় ধরনের শোডাউন দিল ছাত্রদল।
প্রায় একশজন নেতা-কর্মী নিয়ে মিছিল করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সভাপতি মো আলাউদ্দিন মহশিন ও সাংগঠনিক সম্পাদক মো সাজ্জাদ হোসেন হৃদয়।
বুধবার (১৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট থেকে শুরু করে আইন অনুষদ হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয় মিছিলটি।
মিছিলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত থাকলেও ছিলেন না সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ বাকি তিন নেতা। এতে কমিটি নিয়ে দ্বন্দ্বের বিষয়টি আবারও সামনে এল।
দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে প্রকাশ্যে কর্মসূচি পালন করতে পারছিল না ছাত্রদল। নিজেদের মধ্যে অন্তর্কোন্দল তো আছেই। এর সঙ্গে ছাত্রলীগের হামলার ভয়ে অনেকটা গোপনে তাঁরা ঝটিকা মিছিল করতেন। সেসব কর্মসূচিতে নেতাকর্মীদের সংখ্যাও ছিল হাতেগোনা। তবে বুধবারের মিছিলে প্রায় একশজন মতো নেতা-কর্মী অংশ নেন।
ক্যাস্পাস সূত্র জানায়, সকালে যখন ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করছিলেন তখন ছাত্রলীগের নেতা-কর্মীদেরই বেশিরভাগ হলে ঘুমে। অবশ্য ছাত্রলীগের সভাপতি রুবেল কোথায় ছিলেন জানা যায়নি। কেননা নিজ কর্মীদের হাতে অবাঞ্ছিত হওয়ার পর থেকে তিনি ক্যাম্পাসে যাওয়া-আসা কমিয়ে দিয়েছেন বলে জানা গেছে।
এর মধ্যেই দু নম্বর গেটে জড়ো হয়ে মিছিল শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ১০-১৫ মিনিট ধরে মিছিলটি চলতে থাকে। পরে কেন্দ্রীয় মাঠে গিয়ে সেটি শেষ হয়।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন, বিনয় চাকমা, বারাতুল মাউন, সাবেক যুগ্ন সম্পাদক সুমন,লিটন,নাজমুল হুদা,দীপংকর দীপু,সোহেল,রকিব,মং পাচিং মারমা,,সাবেক প্রকাশনা সম্পাদক কে ইসলাম ফাহিম,আহসান হাবীব, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাসান, রাশেদুল ইসলাম,সাবেক ক্রীড়া সম্পাদক রায়হান,সাবেক সহ সাংস্কৃতিক সম্পাদক জাকির,রিফাত ,আরিফ,জাবেদ,রুখন, আবীর নুরুল আবসার, মিরাজ,জসিম,গোলামুর রহমান,জাহেদ নাজমুস সাকিব,মাকবুবুল হাসান,নূমায়ের খালেদ প্রমুখ।
মিছিল শেষে সভাপতি আলাউদ্দিন মহশিন বলেন অতিদ্রুত কমিটি পূর্ণাঙ্গ করে আন্দোলন ত্যাগীদের পরিচয় নিশ্চিত করা হবে।
সাজ্জাদ হোসেন হৃদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সকল ছাত্র সংগঠনের সহবস্থান নিশ্চিত করার আহবান জানান। তিনি বলেন, না হয় ছাত্রলীগের কারণে অতীতের মত কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটার দায়ভার প্রশাসনকে নিতে হবে।
টি/এসএম