রাত ১০:৫৪, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ডলার প্রতি ১০২ টাকা পাবেন রপ্তানিকারকেরা

আজকের সারাদেশ রিপোর্ট:

রপ্তানিকারকেরা এখন থেকে এক্সপোর্ট প্রসিডের ডলারের বিপরীতে আরো ১ টাকা বেশি পাবেন। আজ সোমবার (২ জানুয়ারি) থেকেই এ রেট কার্যকর হয়েছে ব্যাংকগুলো।

রোববার (০১ জানুয়ারি) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এর এক অনলাইন সভায় এক্সপোর্টারদের ডলারের বিপরীতে ১০২ টাকা রেট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকের এমডিরা অংশ নেন।

সর্বশেষ ৪ ডিসেম্বর থেকে এক্সপোর্ট প্রসিডে ডলারের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১০১ টাকা করা হয়েছিল। তবে রেমিট্যান্সের ডলারের দাম না বাড়িয়ে ১০৭ টাকাতেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবিবির চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, “সোমবার থেকে এক্সপোর্ট প্রসিডের ডলার এনক্যাশ করার ক্ষেত্রে রেট ১ টাকা বাড়িয়ে ১০২ টাকা দেওয়া হবে।”

কেন্দ্রীয় ব্যাংক থেকে যে নির্দেশনা দেওয়া হয়, সেটিই এবিবি ও বাফেদার সভা করে বেসরকারি ব্যাংকের এমডিদের অবহিত করা হয় বলে জানিযেছেন সংশ্লিষ্টরা।

এক্সপোর্ট প্রসিডে ডলারের দাম বাড়ানোকে সাধুবাদ জানিয়েছেন বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান। তিনি বলেন, “আমাদের অন্য অনেক দেশের সঙ্গে রপ্তানিতে প্রতিযোগিতা করতে হয়। এখন এই পর্যায়ে রপ্তানির পরিমাণ বাড়ানো কঠিন হলেও আমরা চেষ্টা করে যাচ্ছি। ব্যাংকগুলো এক্সপোর্ট প্রসিডে ডলারের দাম বাড়ানোতে এই খাত উৎসাহিত হবে।”

অবশ্য এক্সপোর্ট প্রসিডে ডলারের দাম ১ টাকা বাড়ালেও সেটি রপ্তানিকারকদের জন্য খুব কতটুকু উপকারে আসবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। এক রপ্তানিকারক নাম প্রকাশ না করা শর্তে বলেন, “এক্সপোর্টের জন্য ১০২ টাকা পেলেও আমদানির ক্ষেত্রে আমাদের ১০৭-১০৮ টাকা করে ডলার কিনতে হয়। অর্থাৎ ৫-৬ টাকার পার্থক্য থেকে যায়। এটি সর্বোচ্চ ৩ টাকা হলে আমাদের জন্য ভালো হয়।”

গত ১১ সেপ্টেম্বর বাফেদা ও এবিবির এক সভায় এক্সপোর্ট প্রসিডে ডলারের দাম ৯৯ টাকা ও রেমিট্যান্সে ১০৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। অবশ্য পরে দুই দফায় রেমিট্যান্সের ডলারের দাম কমিয়ে ১০৭ টাকা করা হয়।

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা