আজকের সারাদেশ রিপোর্ট:
দেশের বাজারে সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৬৮৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৪২৯ টাকায় নির্ধারিত হলো।
শনিবার (১৪ জানুয়ারি) প্রেরিত বাজুসের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার (১৫ জানুয়ারি) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বিজ্ঞপ্তি অনুসারে, এখন থেকে ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম পড়বে ভরিতে ৯৩ হাজার ৪২৯ টাকা। ২১ ক্যারেটের ক্ষেত্রে ৮৯ হাজার ১৪০ টাকা এবং ১৮ ক্যারেটে ৭৬ হাজার ৪৩১ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়িয়ে ভরিতে ৬৩ হাজার ৬৬৩ টাকা করা হয়েছে।
এই দফা দাম বৃদ্ধির ফলে একমাসেরও কম সময়ে তৃতীয়বারের মতো স্বর্ণের দাম বাড়াল বাজুস। সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণের) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।
গত ২৯ ডিসেম্বর স্বর্ণের দাম বাড়িয়ে ভরিতে ৮৮ হাজার ৪১৩ টাকা করে বাজুস। এরপর গত ৭ জানুয়ারি আরেক দফা দাম বাড়ানোর ফলে তা ৯০ হাজার ২৪৮ টাকায় উন্নীত হয়েছিল।