রাত ১১:২১, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৩ বছরে ৪ বার ১০ উইকেটে ‘নাস্তানাবুদ, কি হলো ভারতের

আজকের সারাদেশ রিপোর্ট:

প্রথমে যাচ্ছেতাই ব্যাটিং। এরপর ছন্নছাড়া বোলিং। ফিল্ডিং ও যা-তা। শেষে তাই ভারতের নামের পাশে লেখা থাকল-১০ উইকেটে হার। হ্যাঁ, বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে এভাবেই মাটিতে নামিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজাদের মতো হিরে আর জহরতে ঠাসা ভারতকে। অবশ্য এই প্রথম নয়, এ নিয়ে গত ৩ বছরে সাদা বলের ক্রিকেটে ৪ বার ১০ উইকেটে হার দেখল ক্রিকেটবিশ্বের মহাপরাক্রমশালী দল হিসেবে পরিচিত ভারত।

২০২০ সালের ১৪ জানুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল এই অস্ট্রেলিয়াই। সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৫৫ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। শিখর ধাওয়ান ৭৪ ও লোকেশ রাহুল ৪৭ রান করলেও বাকিরা রান পাননি। জবাবে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কোনো উইকেট না হারিয়েই। সেদিন দুজনেই শতরান করেন। ওয়ার্নার ১২৮ ও ফিঞ্চ ১১০ রান করে অপরাজিত ছিলেন।

পরের বছর এই ছবি দেখা যায় টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবার দুবাইয়ে পাকিস্তানের সামনে অসহায় আত্মসমর্পণ করে ভারতীয় টপ অর্ডার। পাক বোলারদের দাপটে ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রানে শেষ হয় ভারতের ইনিংস। জবাব দিতে নেমে পাকিস্তানের দুই ওপেনার বাবর আজ়ম ও মহম্মদ রিজ়ওয়ান দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। বাবর ৬৮ ও রিজ়ওয়ান ৭৯ রান করে অপরাজিত থাকেন।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ১০ উইকেটে হারতে হয় ভারতকে। এ বার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৮ রান করে ভারত। হার্দিক পাণ্ড্য ৬৩ ও বিরাট ৫০ রান করেন। জবাবে কোনও উইকেট না হারিয়ে জিতে যায় ইংল্যান্ড। দুই ওপেনারই অর্ধশতরান করেন। অ্যালেক্স হেলস ৮৬ ও জস বাটলার ৮০ রান করেন। সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ায় ভারতের বিশ্বকাপ জয়ের আশাও শেষ হয়ে যায়।

তালিকায় সর্বশেষ সংযোজন বিশাখাপত্তনম। অসি পেসারদের দাপটে মাত্র ১১৭ রানে শেষ হয়ে যায় ভারত। বিরাট একমাত্র ৩১ রান করেন। জবাবে মাত্র ১১ ওভারে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ৬৬ ও ট্রাভিস হেড ৫১ রান করে অপরাজিত থাকেন। এই ম্যাচ জিতে এক দিনের সিরিজ়ে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। অর্থাৎ এইদিন ৩৭ ওভারেই শেষ হয় ১০০ ওভারের খেলা। আর সাত ঘণ্টার খেলায় ভারত খেল খতম চার ঘণ্টায়!

বিশাখাপত্তনম শুধু ১০ উইকেটে হার উপহার দেয়নি বিরাট কোহলিদের। বলের নিরিখে সব থেকে বড় ব্যবধানে হারটাও দিয়েছে। ইনিংসের ২৩৪ বল বাকি থাকতে ম্যাচ হারেন রোহিতরা। এর আগে ২০১৯ সালে হ্যামিল্টনে ২১২ বল বাকি থাকতে ভারতকে হারিয়েছিল নিউ জ়িল্যান্ড। সেই নজিরটাও এ বার ভেঙে গেল। কদিন পরেই ঘরের মাঠে বিশ্বকাপ। তার আগে কি হলো ভারতের?

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা