আজকের সারাদেশ প্রতিবেদন:
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর ৪ এপ্রিল থেকে শুরু হবে একমাত্র টেস্ট। কিন্তু তার আগে ৩১ মার্চ থেকে ভারতে শুরু হচ্ছে আইপিএল। বিশ্বের মর্যাদাপূর্ণ এই লিগে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। কিন্তু টেস্টের আগে তাঁদের ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি মনে করেন, আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে ক্রিকেটারদের কীসে ভালো হবে, সেটাই ভাবা উচিত।
বিকেএসপিতে আজ মোহামেডানের বিপক্ষে ম্যাচ জয়ের পর লিজেন্ডস অব রূপগঞ্জের পেসার মাশরাফি বলেছেন, ‘টেস্ট খেলা থাকলেও দল যদি এটা সামলাতে পারে, তাহলে গেলে তো সমস্যা নেই। পৃথিবীর অন্য কোনো দেশ তো কোনো ক্রিকেটারকে আটকাচ্ছে না। আমরা শুধু শুধু আবেগী হয়ে তো লাভ নেই।’
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার জন্য তিনজন খেলোয়াড়কে ছাড়া যাবে না, এটা মানতে পারছেন না মাশরাফি, ‘এদিকে তো আমরা অনেক খেলোয়াড়কে অদলবদল করে খেলাচ্ছি। ওদের যখন ভালো জায়গায় সুযোগ হয়, তখন বারবার আটকানো তো ঠিক নয়। তিন ক্রিকেটারের সঙ্গে খোলামেলা আলোচনা করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত মনে করেন এই ক্রিকেটার।