আজকের সারাদেশ প্রতিবেদন:
দাঁতের চিকিৎসার বিষয়ে কোন ডিগ্রি নেই। তবুও নামের পাশে লাগিয়েছেন ডেন্টাল সার্জন। এক যুগ ধরে চিকিৎসা দিয়ে আসছেন তিনি। এই ভুয়া দন্ত চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১ এপ্রিল) চট্টগ্রাম নগরীর হালিশহর জি ব্লকে সেতু ডেন্টাল ক্লিনিকে অভিযান চালিয়ে মো. মনিরুল ইসলাম নামে ওই ভুয়া চিকিৎসককে গ্রেফতরা করা হয়। জেলা প্রশাসনের ভ্রাম্যমার আদালতের অভিযানে ধরা পড়েন তিনি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, মনিরুল ইসলাম নিজেকে দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দেন। নিজের প্রেসক্রিপশন প্যাড দেখান। প্রেসক্রিপশন প্যাডে তার নামের আগে ‘ডা.’ লেখা এবং পদবী হিসেবে ডেন্টাল সার্জন উল্লেখ করা হয়েছে। কিন্তু তিনি বিএমডিসির কোন রেজিস্ট্রেশন দেখাতে পারেননি। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামিকে ১ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আজকের সারাদেশ/১ এপ্রিল, ২৩/জেসি/এসএম