রাত ১১:১৪, বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডায়রিয়ার কারণ অনুসন্ধানে আইইডিসিআরের টিম চট্টগ্রামে

আজকের সারাদেশ প্রতিবেদন :

সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম ওয়াসার পানিতে অতিরিক্ত লবণাক্ততা ও গরমের কারণে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করে আসছে নগরবাসী। এছাড়াও চট্টগ্রাম মেডিক্যাল ও বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিনিয়ত বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। এমন পরিস্থিতে মহানগরের কিছু এলাকা এবং চার উপজেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ায় এর কারণ অনুসন্ধানে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর ১২ সদস্যের দল চট্টগ্রামে এসেছে।

রোববার (৭ মে) সন্ধ্যায় তারা চট্টগ্রামে এসে পৌঁছেছেন বলে জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

আইইডিসিআর এর মেডিক্যাল অফিসার ডা. মো. জাহিদুর রহমানকে দলের সুপারভাইজার করে ওই দলে চিকিৎসক, গবেষক ছাড়াও মেডিক্যাল টেকনোলজিস্টও রাখা হয়েছে। মাঠ পর্যায়ে তদন্ত কার্যক্রম শেষে কর্মস্থলে ফেরতের তিন কর্মদিবসের মধ্যে এই দল পরিচালকের কাছে প্রতিবেদন জমা দিবেন।

ডায়রিয়ার প্রকোপের বিষয়টি উল্লেখ করে এর কারণ অনুসন্ধানে আইইডিসিআর এর পরিচালক বরাবরে গত ৫ মে চিঠি দেন সিভিল সার্জন। তিনি জানান, সোমবার (৮ মে) তাদের সঙ্গে বৈঠক হবে। এর পর মহানগর ও উপজেলার হাসপাতালে গিয়ে তারা তথ্য সংগ্রহ করবেন এবং রোগীদের সঙ্গে কথা বলবেন। প্রয়োজনে তাদের বাসা-বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহসহ অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডায়রিয়ার প্রকোপের কারণ অনুসন্ধানে আইইডিসিআর এর এই দল বিভক্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল, বিআইটিআইডিসহ বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া ও চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন। বাসা-বাড়িতে ব্যবহৃত পানির নমুনা সংগ্রহের পাশাপাশি তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

আজকের সারাদেশ /০৮মে ২৩ /একে

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল