জুবায়ের রহমান, কুবি প্রতিনিধি:
স্বাভাবিক চলাচলের জন্য দু’টি পা নেই। তবে পড়াশোনার আগ্রহ রয়েছে বেশ। ছোট বয়স থেকেই তিনি ছিলেন একটি লাইব্রেরীর সদস্য। প্রতিবন্ধকতা নিয়ে বড় হলেও যত্নের অভাব পড়েনি তাঁর। তাই তো এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে ছুটে চলা সহজ হয়ে পড়ছে তার জন্য।
বলছিলাম হুইল চেয়ারে বসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে মাহাথির মোহাম্মদের কথা৷
জন্মগতভাবে প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নেওয়া মাহাথিরের দুইটি পা নেই। বগুড়া জেলার সদরে বাস করা মাহাথিরের বাবা পেশাগতভাবে ব্যবসায়ী। বড়ভাই করেন চাকরি। ফলে তাঁর মা জোসনা বেগম তাকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসেন।
পরিবারের ছোট সন্তান পড়াশোনা করেছেন বগুড়া সরকারি কলেজ থেকে। গতকাল (১৯ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিয়েছেন।
মাহাথির মোহাম্মদ বলেন, ‘জন্ম থেকে আমি হাঁটতে পারি না। পরিবার, সমাজ, স্কুল-কলেজের সকল সহপাঠী, শিক্ষকগন আমায় উৎসাহ দিয়েছে, পড়াশোনায় সাহায্য করেছে।
মাহাথির হাটতে চলতে না পারায় তার বইয়ের প্রতি ঝোঁক রয়েছে। নিয়তিন বই পড়ার পাশাপাশি তিনি ছিলেন একটি স্কুল লাইব্রেরীর সদস্যও।’
মাহাথিরকে নিয়ে আসা বত্নগর্ভা মা বলেন, ‘ছেলের প্রতিবন্ধকতা থাকলেও আমরা তার যত্নে কখনো অবহেলা করিনি। পরিবারের সবাই তাকে দেখাশোনা করে। অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে সে পরীক্ষা দিতে এসেছে। আমার ছেলেকে নিয়ে আমি ও আমার পরিবার গর্ববোধ করি। আমার ছেলে যেন বিশ্ববিদ্যালয়ে পড়ে জীবনে সফল হতে পারে এই কামনা করি।’
মাহাথির এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৭৭ এবং এইচএসসিতে মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছ।
আজকের সারাদেশ /২০মে /এসএম