আজকের সারাদেশ প্রতিবেদন:
চলমান ডেঙ্গু পরিস্থিতির মধ্যে মাসব্যাপী মশক নিধন অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শনিবার (৮জুলাই) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন মোহাম্মদপুর ৩০ নম্বর ওয়ার্ড থেকে এই অভিযান শুর হয়।
এসময় অভিযান পরিদর্শনে এসে মোহাম্মদপুর ৩০ নম্বর ওয়ার্ডের জাপান গার্ডেন সিটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘ডিএনসিসির মশক নিধন অভিযানে আমি কোথায় যাব কেউ কিছুই জানেন না। আমি কাউকে বিশ্বাস করি না। যেখানে ইচ্ছা সেখানে যাব। আপনারা (সাংবাদিকরা) আমার সঙ্গে আসেন ‘
ডিএনসিসির শুরু হওয়া মাসব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান চলছে। প্রতিটি ওয়ার্ডে একযোগে শুরু হওয়া অভিযান পরিদর্শন করছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি (মেয়র) বেশ কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করবেন। অভিযান শুরু হয় ঢাকা উত্তর সিটি করপোরেশন মোহাম্মদপুর ৩০ নম্বর ওয়ার্ড থেকে।
আজকের সারাদেশ/৮জুলাই/এএইচ