রাত ২:৩১, মঙ্গলবার, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পরিবারের হাল ধরা শিশুর দায়িত্ব নিলেন ভূমিমন্ত্রী

আজকের সারাদেশ প্রতিবেদন:

এগারো বছরের শিশু শ্রেয়ান পালের সকালটা শুরু হতো বাবা সুজন পালের রিকশাতে চড়ে পত্রিকা বিলি দিয়ে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন জায়গায় সে বাবার রিকশায় চড়ে পত্রিকা বিতরণ করতো। শ্রেয়ানের পিতা সুজন পাল পায়ের অসুস্থতার কারণে ব্যাটারিচালিত রিকশা চালিয়েই মূলত পত্রিকা বিলি এবং বাকি সময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে বেড়াতেন। হঠাৎ মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে গত শনিবার (০৮ জুলাই) মারা যান হকার সুজন পাল ।

জানা যায়, সুজন মৃত্যুকালে স্ত্রী ও এক শিশু সন্তান রেখে যান। পরিবারের উপার্জনের একমাত্র ব্যক্তিকে হারিয়ে স্ত্রী ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া সন্তান শয়ন (১১) দিশেহারা হয়ে পড়ে। মৃত্যুর একদিন পর সোমবার (১০ জুলাই) সকালে অন্যান্য সহপাঠীরা স্কুলে গেলেও শয়নের সুযোগ হয়নি স্কুলে যাওয়ার। বাবার মৃত্যুতে পরিবারের দায়িত্ব নিতে হল তাকে।

তাই ভোরেই পত্রিকা হাতে নিয়ে জীবিকার তাগিদে শয়নকে বের হতে হলো অফিস আদালত ও মানুষের দোকান-ঘরে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হকার সুজনের শিশু পুত্র শ্রেয়ানের পত্রিকা বিলি করার ছবি ছড়িয়ে পড়লে তা চট্টগ্রাম-১৩ (আনোয়ারা এবং কর্ণফুলী উপজেলা) আসনের সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নজরে আসে ।তার সব বিষয় জানতে পেরে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি তার পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।

বিষয়টি নিশ্চিত করে ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম বলেন, ভূমিমন্ত্রী মহোদয় হকার সুজন পালের পরিবারের কষ্টের বিষয়টি জানতে পেরে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন। সেই সাথে হকার সুজনের একমাত্র ছেলে শয়নের লেখাপড়া ও তার পরিবারের দায়িত্ব নেওয়ার কথা বলেন।

সুজনের স্ত্রী শেলি দাশ বলেন, পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তিকে হারিয়ে শিশু সন্তানকে নিয়ে আমি দিশেহারা হয়ে পড়ি। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির আশ্বাস পেয়ে মনে সাহস পেয়েছি। সৃষ্টিকর্তার কাছে তাঁর জন্য আর্শীবাদ করছি।

আজকের সারাদেশ/১১জুলাই/একে

সর্বশেষ সংবাদ

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু