আজকের সারাদেশ প্রতিবেদন:
ঢাকার সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী ১৭ জুলাই (সোমবার) থেকে ১৮ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত সব চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার ( প্রাইভেট চেম্বার) এবং ব্যক্তিগত অপারেশন (প্রাইভেট অপারেশন) বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ওজিএসবি।
শনিবার বিকেলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং স্ত্রী ও প্রসূতিরোগ চিকিৎসকদের সংগঠন ওজিএসবি (অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ) এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
ওজিএসবির সভাপতি অধ্যাপক ফারহানা দেওয়ান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সালমা রউফ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সেখানে বলা হয়, শনিবার দুপুরে ওজিএসবির পক্ষ থেকে বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের কার্যালয়ে সভায় সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুই চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেপ্তারের বিষয়ে বৈঠক হয়। সেখানে তিনদিনের কর্মসূচি গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুসারে, আগামী ১৬ জুলাই দেশের প্রতিটি মেডিকেল কলেজ, জেলা, উপজেলা এবং প্রাইভেট হাসপাতালে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন করবেন চিকিৎসকরা। সেইসঙ্গে আগামী ১৭ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত সবার প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ থাকবে।
এই কর্মসচির পর ১৮ জুলাইতে ওজিএসবি ফের বিএমএর সঙ্গে বসে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।
আজকের সারাদেশ/১৫জুলাই/এসএম