সকাল ৮:৪৪, শুক্রবার, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষানবিশ চিকিৎসকদের ভাতা বাড়ল ৫ হাজার

আজকের সারাদেশ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রেসিডেন্ট ও নন রেসিডেন্ট শিক্ষানবিশ চিকিৎসকদের মাসিক ভাতা ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা করা হয়েছে।

রোববার সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ ঘোষণা দেয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল শিক্ষানবিশ চিকিৎসকদের ভাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ হাজার টাকায় উন্নীত করেছেন।

মাসিক ভাতা বৃদ্ধি এবং নিয়মিত তা দেয়ার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। ৮ জুন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করে প্রাইভেট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন। এতে তারা জানায়, ১২ জুনের মধ্যে ভাতা বৃদ্ধির দাবি মানা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাবেন।

৮ জুলাই সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন আন্দোলনকারীরা।

সর্বশেষ পোস্টগ্র্যাজুয়েট শিক্ষানবিশ চিকিৎসকরা ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ-কাঁটাবন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

ওই শিক্ষানবিশ চিকিৎসকরা ভাতা ৫০ হাজার টাকা করে নিয়মিত প্রদানের দাবি করেন।

রোববার দুপুর ১টার দিকে তারা সড়কে অবস্থান নেন। এতে শাহবাগ থেকে কাঁটাবন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের হেঁটে এ অংশটুকু পার হতে দেখা গেছে।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের আশ্বাসে পাঁচ ঘণ্টা পর সড়কের অবস্থান ছাড়েন পোস্টগ্রাজুয়েট শিক্ষানবিশ চিকিৎসকরা।

এতে বিকেল ৫টার দিকে শাহবাগ-কাঁটাবন সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আজকের সারাদেশ/১৬জুলাই/এএইচ

সর্বশেষ সংবাদ

যুবদল নেতার মোটরসাইকেল চুরির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বাবরী মসজিদ ভাঙার পর সম্প্রীতি রক্ষায় লেখা হয় সেই ‘আলোচিত’ গান

নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, টাকা নিয়ে মিটমাট করতে বললেন এসআই

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক