সকাল ১১:৩৫, শুক্রবার, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মাছের জালে উঠলো কুমিরের বাচ্চা

আজকের সারাদেশ প্রতিবেদন:

বরিশাল জেলার মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে আইড় পাঙ্গাস ধরতে ফেলে রাখা জালে উঠে এলো আস্ত এক কুমিরে বাচ্চা!

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।

প্রথমে বিষয়টি জেলেরা আচ করতে না পারলেও জালে ওজন অনুভব করায় বড় মাছ মনে করে উঠিয়ে আতংকিত হয়ে যান। এরপরই কৌশল অবলম্বন করে কুমিরটি নদী তীরে নিয়ে আসেন তারা। এই ঘটনা ছড়িয়ে পরার পর থেকে জেলেসহ স্থানীয় জনতার মধ্যে আতংক বিরাজ করছে। কুমিরটি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও জেলেদের হেফাজতে রয়েছে।

জেলে জাবুল হোসেন জানান, সকালে আইড় পাঙ্গাসের জাল ফেলে কিছু সময় পর ফের জাল তুলে গিয়ে ওজন অনুভব হওয়ায় মনে করেছিলাম বড় মাছ উঠেছে। কিন্তু কিছুক্ষণ পর দেখি একটি কুমির আমার জালে পেচিয়ে রয়েছে। এরপর আমরা আতংকিত হয়ে পরলেও কৌশল অবলম্বন করে ধীরে ধীরে কুমিরসহ জাল তীরে নিয়ে আসি। ঘটনাটি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রুবেলকে জানাই।

মুলাদীর নাজিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল বলেন, কুমির উদ্ধারের খবটি প্রথমে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে জানাই। তারা কুমিরটি আমিসহ জেলেদের কাছে রাখতে বলেন। বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের লোকজন আসলে কুমিরটি তাদের কাছে হস্তান্তর করা হবে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠিয়েছি। ওই এলাকার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, কুমির উদ্ধারের বিষয়টি বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরকে জানিয়েছি। তাদের একটি দল ঢাকা থেকে রওনা দিয়েছেন। বরিশাল পৌঁছে কুমিরটি সংরক্ষণের ব্যবস্থা করবেন অধিদফতরটি।

আজকের সারাদেশ/১৭জুলাই/একে

সর্বশেষ সংবাদ

যুবদল নেতার মোটরসাইকেল চুরির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বাবরী মসজিদ ভাঙার পর সম্প্রীতি রক্ষায় লেখা হয় সেই ‘আলোচিত’ গান

নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, টাকা নিয়ে মিটমাট করতে বললেন এসআই

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক