বিকাল ৫:৫৪, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

‘অপু বিশ্বাস এখনো শাকিব খানের বৈধ স্ত্রী’

আজকের সারাদেশ প্রতিবেদন:

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস। আর সেই বিয়ের আয়োজনের সঙ্গে জড়িত ছিলেন তাদের ঘনিষ্ঠজন মামুনুজ্জামান মামুন।

তবে সম্প্রতি গণমাধ্যমে শাকিব-অপুকে যুক্তরাষ্ট্র একসঙ্গে ঘুরতে দেখা যাওয়ার খবর ভাইরালের মধ্যে এবার তাদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ‘অপু বিশ্বাস এখনো শাকিবের বৈধ বউ’ বলে উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিলেন তাদের ঘনিষ্ঠজন মামুনুজ্জামান মামুন।

গত ১৬ জুলাই ফেসবুকে নিজ প্রোফাইলে মামুনুজ্জামান মামুন লিখেছেন, ‘বাংলাদেশে দুদিন যাবত আমার শাকিব খান ভাই ও আমার আমার অপু বিশ্বাস দিদিকে নিয়ে মিডিয়ায় বিশাল কাণ্ড শুরু হয়ে গেছে। আমেরিকাতে জয়, অপু দিদি, আমিসহ আমরা একসঙ্গেই তো আসছি। এখন মূল কথা হয়েছে, এত দূর থেকে শাকিব ভাইর একমাত্র কলিজার টুকরা সন্তান আমেরিকা আসছে, আর শাকিব ভাই তার সন্তানকে দূরে রাখবে, সেই টা কি হয়?’

‘অপু বিশ্বাস দিদি শাকিব ভাইর নয় বছর সংসার করেছে। শাকিব ভাইর বাবা, মা বউ হিসেবে অপু বিশ্বাসকে মানে, নাতি হিসেবে জয়কে মানে। এর বাইরে তারা কিছু মানতে নারাজ। আর এখন একজন মানুষ লোক দেখানো মায়া কান্না করে কিছু টাকা-পয়সা নেওয়ার জন্য। সে কি কখনো এক ঘণ্টার জন্য শাকিব ভাইর বাসায় তার বাবা-মার সঙ্গে সংসার করছে? শাকিব ভাইর অফিস রুমে সন্তান নিয়ে গেছে, আর গোপনে ছবি তোলার জন্য দুজন লোক নিয়ে গেছে, আঁকাবাঁকা সেই ছবি ফেসবুকে ছাড়ছে।’

তিনি আরও লেখেন, ‘অপু বিশ্বাস এখনো তার বৈধ ওয়াইফ, আর এখনো সারাদেশের মানুষ চায় তারা রাগ-অভিমান ভেঙে এক হয়ে যাক। দশজন যে দিকে থাকে, সৃষ্টিকর্তার রহমতও সেই দিকে থাকে। একজন বউ দাবি করে তার কাবিন নামা তো আজ অবদি কোনো সাংবাদিক ভাইকে দেখাইতে পারল না। অপু বিশ্বাসের কাবিন নামা জমির দলিলের মতো সিন্দুকে আটকানো আছে। একটা সাদা কাগজে এখন আর বউ ছাড়া হয় না, অর্থাৎ অপু বিশ্বাস এখনো শাকিব ভাইর বৈধ বউ।’

মামুনুজ্জামান মামুন লেখেন, ‘শুনছি শাকিব-অপু এক হওয়ার কারণে তার ভক্তরা মিষ্টি কিনে মিষ্টির দোকান খালি করে ফেলতেছে। আমেরিকায় রাত এখন ৩টা ১৫ মিনিট বাজে, তা না হলে আরও লিখতাম। তবে ১৩ বছরের ইতিহাস আমার কাছে জমা আছে। দুই জনের বিয়ে কাজীর মাধ্যমে আমি দিয়েছি। একটা কথা সবাই মনে রাখবেন, শাকিব ভাইর পিতা-মাতা, সন্তান জয়, বোন মনি আপা এবং অপু বিশ্বাস দিদি এই নিয়ে তার নতুন পৃথিবী।’

আজকের সারাদেশ/১৮জুলাই/একে

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা