আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে নিয়ে আসা পৌনে দুই কেজি স্বর্ণসহ এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
আটক ৩৪ বছর বয়সী মোহাম্মাদ আলী হাটহাজারীর ফতেয়াবাদ এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়ার জি ৯৫২৬ ফ্লাইটে চট্টগ্রামে আসেন তিনি। পরবর্তীতে বিমানবন্দরে স্বাভাবিক স্ক্যানিংয়ে তার ব্যাগেজে সন্দেহজনক পণ্য থাকার বিষয়টি ধরা পড়ে। এক পর্যায়ে তার ব্যাগেজে থাকা একটি রাইস কুকারে বিশেষভাবে লুকানো অবস্থায় ১ কেজি ৭০০ গ্রাম ২৪ ক্যারেটের কাঁচা সোনা ও ২২ ক্যারেটের ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।
চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস শাখার ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ বলেন, ‘স্ক্যাংয়ে ধরা পড়ার পর তার সঙ্গে থাকা রাইসকল কুকার থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার স্বর্ণের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।’
তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আজকের সারাদেশ/২২সেপ্টেম্বর/এএইচ