আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামে ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা ঘুষ আনতে গিয়ে কামরুল হুদা নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মচারীকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
(২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় একটি রেস্তোরাঁ থেকে কামরুল হুদাকে আটক করে পুলিশ। তার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলায়। তিনি দুদকের সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কুমিল্লায় কর্মরত।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকম বলেন, ‘স্থানীয় গয়না ব্যবসায়ী পরিমল ধরের অভিযোগ পেয়ে পুলিশ কামরুল হুদাকে পাঁচলাইশ এলাকার জামান রেস্তোরাঁ থেকে আটক করে। পরিমল বাদী হয়ে মামলা করেছেন। বিস্তারিত জানতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
আজকের সারাদেশ/একে