আজকের সারাদেশ প্রতিবেদন:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকায় ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
ভারতীয় হাইকমিশন এক বার্তায় জানায়, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।
মোদি ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।
শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি।
আজকের সারাদেশ/একে