নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে গত চব্বিশ ঘন্টায় নতুন করে ১৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৯ হাজার ৬৭৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত চলতি বছরে এখন পর্যন্ত মারা গেছেন ৭৪ জন।
শনিবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানা যায়, চলতি বছরে জানুয়ারিতে আক্রান্ত হয়েছেন ৭৭ জন এবং মারা গেছেন ৩ জন । ফেব্রæয়ারিতে আক্রান্ত ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ , মে ৫৩ জন। জুনে আক্রান্ত ২৮৩ মারা গেছেন ৬ জন। জুলাইয়ে আক্রান্ত ২ হাজার ৩১১ একই সাথে ১৬ জনের মৃত্যু হয়েছে। আগস্টে আক্রান্ত ৩ হাজার ১১ জন, মৃত্যু ১৮ জন এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত আক্রান্ত ৩ হাজার ৮৯২ জন, মারা গেছেন ২১ জন। এ নিয়ে চলতি বছরের মোট আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৮৯ জন। চলতি সেপ্টেম্বরের গত ৩০ দিনে ২১ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২২ সালে ৪১ জন এবং ২০২১ সালে পাঁচজন মারা গিয়েছিল।