রাত ১২:৪৯, মঙ্গলবার, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সোসাইটি অব নাইন্টি সিক্স ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিলভার হওক, রানার্সআপ টিম মারাদা

আজকের সারাদেশ প্রতিবেদন:

এসএসসি ৯৬ ব্যাচের রেজিস্টার্ড সংগঠন—সোসাইটি অব নাইন্টি সিক্স আয়োজিত ফুটসাল টুর্নামেন্ট ২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে সিলভার হওক, রানার্সআপ টিম মারাদা।

শনিবার (২১ অক্টোবর) রাতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে সিলভার হওক টিম মারাদাকে ৯-২ গোলে পরাজিত করে। সিলভার হওকের পক্ষে আনোয়ার ৪টি এবং রিদন ও করিম ২টি করে এবং মুরাদ ১টি গোল করেন। টিম মারাদার পক্ষে সোহেল ও আনসারী ১টি করে গোল করেন।

সেমিফাইনালে সিলভার হওক মুসলিম হাই স্কুল টাইগার্স-৯৬কে ৪-০ গোলে পরাজিত করে। অপর সেমিফাইনালের মূল খেলা গোলশূন্য ড্র হওয়ায় টিম মারাদা টাইব্রেকারে র‌্যানডমকে ২-০ গোলে পরাজিত করে।

খেলা শেষে টুর্নামেন্টের স্পন্সর ও ক্লাব সদস্য মনির, জাবেদ, তাহমিদ এবং ফরচুর স্পোর্টস এরিনার পরিচালক সাজ্জাদ মনি, সাইমুম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন দল সিলভার হওকের রিদন মোট ১২টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেন। সেরা গোল রক্ষকের পুরস্কার জিতেন মুসলিম হাই স্কুল টাইগার্স-৯৬র গোল রক্ষক জিয়া রনি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন সিলভার হওকের সানোয়ার।

এর আগে গত শুক্রবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় নরগীর ফরচুন স্পোর্টস এরিনায় টুর্নামেন্ট উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। খেলায় সিলভার হওক, টিম মারাদা, মুসলিম হাই স্কুল টাইগার্স-৯৬, র‍্যানডম, পাইরেটস অব ফতেয়াবাদ স্কুল, প্যাট্রিয়টস স্পোর্টিং ক্লাব, ময়মনসিং ব্যাচ ৯৬ ও স্টেডিয়াম কিংস অংশগ্রহণ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবদুল্লাহ আল মামুন, সঞ্জয় দাশ ভোলা, সাজিদ, ইশতিয়াক মাহমুদ জেনিথ, আশফাক, সাগর, এরশাদ, মুরাদ, সাইফুল, জনি, দেবু, সামিনা, আরু, সানজু, জলি, আসাদ, রাকিব, বাবলু, মুর্তজা, সামুন, শাহেদ, নোমান, মাসুম, ফারুকসহ সোসাইটির (ক্লাব-৯৬) সদস্যগণ উপস্থিত ছিলেন।

আজকের সারাদেশ/২২অক্টোবর/এএইচ

সর্বশেষ সংবাদ

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু