দুপুর ২:৪৬, শুক্রবার, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিসিবি ও হাথুরুর কঠোর সমালোচনায় পাইলট

আজকের সারাদেশ প্রতিবেদন:
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির পর দেশীয় ক্রিকেট বোর্ডের অব্যবস্থাপনা ও কোচ হাথুরাসিংহের অপরিনামদর্শীতা নিয়ে মুখ খুলেছেন সাবেক তারকা ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি ও বাংলাদেশ দলের কোচ হাথুরাসিংহের কঠোর সমালোচনা করেছেন তিনি।

বিসিবিসহ দেশীয় ক্রিকেট ব্যবস্থাপনায় নীতিনির্ধারকদের পরিবর্তন চেয়ে পাইলট বলেন, ‘আপনি সুন্দর একটা আপেল কেটে অর্ধেক রেখে দেন। পিপড়া এসে ধরে ফেলবে। এখন পিপড়া থেকে বাঁচার জন্য আবার আরেক জায়গায় রাখবেন, আরেক খারাপ পিঁপড়া এসে ধরে ফেলবে। যেখানে ঢেলে সাজাবেন, কারা সাজাচ্ছে এটা ইম্পরট্যান্ট।’

কোচ নিয়ে সবাই বলছেন যে হাথুরুসিংহে আসার পর বাংলাদেশের পারফরম্যান্স নিম্নমুখী, সবাই এই কথাটা বেশিই বলেছেন। হাথুরুসিংহেকে কোচ হিসেবে নেওয়া বিসিবির ভুল ছিল কিনা, আপনার কী মনে হয়? উপস্থাপকের এমন প্রশ্নের উত্তরে পাইলট বলেন, ‘এটাতো বিসিবির প্রেসক্রিপশন আমার কাছে মনে হয়। আমি কিন্তু প্রথম থেকে বলছিলাম হাথুরুসিংহে যে কোচটা- শ্রীলঙ্কা থেকে বিতাড়িত হয়েছেন, বাংলাদেশ থেকে তাকে বাদ দেয়া হয়েছে। বাংলাদেশ থেকে খুব খারাপ ভাবে গেছে। তাকে অতিরিক্ত টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে? এবং এত টাকা দিয়ে নিয়ে আসার মানে পেছন থেকে কেউ না কেউ একটা প্রেসক্রিপশন বানাইছে যে, ‘তোমাকে ডাবল টাকা দিয়ে দিব পিছন থেকে আমরা যে জিনিসটা বলব সেভাবে করতে হবে।’ এটা তো আমি এই ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে থেকেই বলেছিলাম। এই কোচটাকে আনাটা ভালো হয় নাই। এবং এটা টিমের জন্য গুড সাইন না। আর আমাদের জন্য অত বড় কোচেরও দরকার নাই। ইন্ডিয়াতে যে কোচের মার্কেট নাই, অস্ট্রেলিয়াতে নাই, ইংল্যান্ডে নাই নিজের দেশেও নাই , সে কোচকে এত টাকা কে দিবে?’

‘আফগানিস্তান দিবে না বা অন্যান্য ছোট ছোট দল দিবে না। আমি বলেছিলাম ১০ টাকার কোচকে ৩০ টাকা দিয়ে কেন নিয়ে আসা হবে। এই কথাগুলো বললে সাধারণ মানুষ পছন্দ করবেন। কিন্তু যারা এগুলো সঙ্গে জড়িত, তারা হয়তোবা বলছে যে পাইলট খুব বাজে কথা বলছে। অনেক গোপনীয়তা ফাঁস করে দিচ্ছে।’

বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘ভালো কাজ হয় নাই। আমরা খুবই ভালো জায়গায় ছিলাম, টিম সিলেকশনটা খুবই লেট হয়েছে। ২৭ তারিখ চলে যাবে বাংলাদেশ টিম, ২৬ তারিখ টিম সিলেক্ট হয়েছে।চার বছর আগে থেকে আপনি জানান যে ওয়ার্ল্ড কাপ খেলবেন, ছয় মাস আগে ইন্ডিয়া টিম জানে যে কোন কোন প্লেয়ার খেলবে। ছয় মাস আগে থেকে ইনজুরিতে ছিল রাহুল। তাকে ওয়ার্ল্ড কাপে রাখবে এজন্য আগে থেকে প্ল্যান করা সেটআপ ছিল। তবে তিন দিন আগে প্ল্যান খুঁজে বেড়াচ্ছেন যে আপনি কোন প্লেয়ার কে নিবেন? কাকে নিব কাকে বাদ দিব! আমাদের পোয়ার প্রিপারেশন ছিল। এটাতো প্লেয়ারদের দোষ না, দোষ হচ্ছে ম্যানেজমেন্টের। ম্যানেজমেন্ট প্লেয়ার তৈরি করতে পারে নাই ওই মুহূর্তে এবং রং প্লেয়ার নামছে মনে হয়।’

পরবর্তী ম্যাচগুলোর প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘দেখেন এই মুহূর্তে আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্লেয়ারদের পাশে থাকা। বিশেষ করে ক্যাপ্টেন। সাকিব যত বড়ই প্লয়ার হোক না কেন, যত স্ট্রংই হোক না কেন, পাথরেরও কিন্তু দুর্বলতা আছে। তো তাদের পাশে খুব থাকা উচিত মেন্টালি তাদের সাপোর্ট দেয়া উচিত। কী হয়েছে আমার মনে হয়েছে চলো পাকিস্তানের সঙ্গে আমরা যদি জিততে পারি দেখা যাবে যে অনেকটা ও একখান করা যাবে। সেই জায়গা থেকে জেতার জন্য আপনাকে হোম ওয়ার্ক করতে হবে হবে যে এখান থেকে রিলিজ করব। মাঠে অনুশীলন আপনাকে এই মুহূর্তে খুব একটা হেল্প করবে না। মাটির চেয়ে মেন্টাল অংশ আসলে খুব ইমপর্টেন্ট যে আমরা কোথায় কোথায় মিসটেক করছি। এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই জিনিসটা করাটা খুব ইম্পরট্যান্ট।’

আজকের সারাদেশ/২৯অক্টোবর/এএইচ

সর্বশেষ সংবাদ

যুবদল নেতার মোটরসাইকেল চুরির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বাবরী মসজিদ ভাঙার পর সম্প্রীতি রক্ষায় লেখা হয় সেই ‘আলোচিত’ গান

নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, টাকা নিয়ে মিটমাট করতে বললেন এসআই

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক