সকাল ১০:০১, শুক্রবার, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ৪ ঘণ্টার ব্যবধানে দুই খুন

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাত্র চার ঘণ্টার ব্যবধানে দুই খুনের ঘটনা ঘটেছে। । পুলিশের দাবি, এদের একজন বিএনপি নেতা, অন্যজন ব্যবসায়ী।

গতকাল রোববার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নুরুল মোস্তফা বজল (৫০) নামের একজনকে হাতের কব্জি কেটে ও গুলি করে হত্যা করা হয়। তিনি সীতাকুণ্ড থানাধীন ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং ওই এলাকার পশ্চিম লালনগর গ্রামের মুজিবুল হকের ছেলে। তার ছোট ভাই ইসমাইল হোসেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি। এ ঘটনার চার ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বার আউলিয়া এলাকায় আলমগীর (৩৫) নামে এক সবজি বিক্রেতাকে ছুরিকাঘাতে খুন করেন দুষ্কৃতকারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুর মোস্তফা বজলের সঙ্গে লালনগর গ্রামের চিহ্নিত ডাকাত একাধিক মামলার আসামি তৌহিদুল ইসলামের পূর্বশত্রুতা ছিল। রোববার বিকেলে বজলকে সামনে পেয়ে তার মাথায় ও হাতে কুপিয়ে জখম করে। একপর্যায়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে। এরপর গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। পরে স্থানীয় লোকজন বজলকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে রাতে বাসায় ফেরার পথে সবজি বিক্রেতা আলমগীরকে বার আউলিয়া এলাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পেছন থেকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, রাত সাড়ে ১০টার দিকে ছুরিকাঘাতে আহত আলমগীরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, বিকেলে পূর্বশত্রুতার জেরে বজল নামের একজন খুন হন। রাতে আলমগীর নামের এক সবজি বিক্রেতাকে ছুরিকাঘাতে খুন করা হয়। দুই খুনের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

আজকের সারাদেশ/একে

সর্বশেষ সংবাদ

যুবদল নেতার মোটরসাইকেল চুরির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বাবরী মসজিদ ভাঙার পর সম্প্রীতি রক্ষায় লেখা হয় সেই ‘আলোচিত’ গান

নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, টাকা নিয়ে মিটমাট করতে বললেন এসআই

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক