দুপুর ১২:১০, মঙ্গলবার, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ্যে গুলি করা সেই শামীম কাউন্সিলর ওয়াসিমের ‘ডানহাত’

আজকের সারাদেশ প্রতিবেদন:

অস্ত্র উঁচিয়ে এগিয়ে যাচ্ছেন এক যুবক। একের পর ছুঁড়ছেন গুলি। তার ছোঁড়া গুলিতে ভয়ে দিগ্বিবিদিক ছুঁটছে মানুষ। সেই গুলিতে আহত হয়েছে দুজন। পুরোটাই দিনদুপুরে, প্রকাশ্যে। চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী কলেজ কেন্দ্রে ভোট চলাকালে গুলি ছোঁড়া সেই তরুণের নাম ও রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে। নাম তাঁর শামীম আজাদ ওরফে ব্লেক শামীম। এলাকায় তাঁর পরিচিতি স্থানীয় কাউন্সিলর ওয়াসিম উদ্দিনের ‘ডান হাত’ হিসেবে।

গোলাগুলির ঘটনায় আলোচনায় আসা ব্লেক শামীমের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে ওয়াসিমের বাসার ড্রয়িংরুম থেকে রাজনৈতিক কর্মসূচি-সবখানেই শামীমকে দেখা গেছে এই কাউন্সিলরের ডান পাশে।

কিন্তু গোলাগুলির ছবি ছড়িয়ে পড়ার পর ওয়াসিম আর দায় নিচ্ছেন না তাঁর এই ডানহাতের। বললেন, ‘আমার অনেক অনুসারী আছে। কে কোথায় কী করছে, তা আমার পক্ষে খবর রাখা সম্ভব নয়।’

পাহাড়তলী কলেজের সামনের গুলাগুলির ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘গুলির ঘটনা ঘটেছে কি না বা সেখানে কী হয়েছে, আমি জানি না। ঘটনাস্থলে তো আমি ছিলাম না।’

শামীম আজাদকে ব্যক্তিগত ভাবে চেনেন কি না জানতে চাইলে ওয়াসিম অবশ্য স্বীকার করেছেন চেনেন। বললেন, ‘হ্যাঁ, চিনি। সে ছাত্রলীগ কর্মী।’

যিনি গুলি করেছেন তার বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, ‘যিনি গুলি করেছেন তাকে আমরা খুঁজছি।’

রোববার সকাল পৌনে ১০টার দিকে নগরের খুলশী এলাকায় পাহাড়তলী কলেজের ভোটকেন্দ্রের সামনে দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধ হন। আসনটিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মো. মহিউদ্দিন (বাচ্চু)। ফুলকপি প্রতীকের প্রার্থী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম।

সর্বশেষ সংবাদ

চাকরির বয়স ৩৫-এর প্রজ্ঞাপন দিতে সোমবার পর্যন্ত আলটিমেটাম

এস আলমের মায়ের মৃত্যু, জানাজায় ছিলেন না কোনো ছেলে

যুবদল নেতার মোটরসাইকেল চুরির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বাবরী মসজিদ ভাঙার পর সম্প্রীতি রক্ষায় লেখা হয় সেই ‘আলোচিত’ গান

নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, টাকা নিয়ে মিটমাট করতে বললেন এসআই

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা