সন্ধ্যা ৬:০৯, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভরাডুবির পর স্ত্রীকে সংরক্ষিত আসনে সংসদে পাঠাতে মরিয়া নদভী

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক বাগিয়ে নিয়েও ভরাডুবি হয়েছে জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুমিনুল হক চৌধুরীর জামাতা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর। ‘রাতারাতি উত্থানে’র মতো রাতারাতিই যেন হারিয়ে ফেলেছেন হটাৎ পাওয়া রাজত্ব। সব হারিয়ে নদভী তবু আশা ছাড়েননি। জোর চেষ্টা চালান টেকনোক্র্যান্ট কোটায় মন্ত্রী হতে। কিন্তু পাননি গ্রিন সিগন্যাল। এরপরও সহজে হাল ছাড়তে চান না নদভী। এবার স্ত্রীর ছায়ার নিচে পেতে চান আশ্রয়।

সেই আশায় স্ত্রী মহিলা আওয়ামী লীগের নেত্রী রিজিয়া রেজা চৌধুরীকে সংরক্ষিত মহিলা আসনে জাতীয় সংসদের সদস্য করতে নদভী জোর তদবির চালাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়েছে।

স্থানীয়দের ধারণা, সংসদ নির্বাচনে হেরে হঠাৎ পাওয়া রাজত্ব হারানোর পাশাপাশি গেল ১০ বছরের নানা কর্মকাণ্ডের জেরে এলাকায় জনরোষের মুখে পড়তে পারে নদভী পরিবার। তাছাড়া টানা দুই বার সংসদ সদস্য থাকার সুবাদে প্রভাবপতিপত্তি গড়লেও স্থানীয় রাজনীতিতে এখনও নিজের অবস্থান গড়ে নিতে পারেনি। টানা দশ বছর আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য থাকার পরেও এখনও ‘জামায়াত’ কলঙ্ক মোছা যায়নি। তাই রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ার ঝুঁকি এড়াতে মন্দের ভালো হিসেবে স্ত্রীকে সংরক্ষিত আসনে জাতীয় সংসদে পাঠাতে চান নদভী। সে অনুযায়ী দৌড়ঝাঁপও শুরু করেছেন স্বামী-স্ত্রী।

জামায়াত-ঘনিষ্ট নদভীর আওয়ামী লীগে উত্থান অনেকটা অপ্রত্যাশিতভাবেই। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পান। তাতে রাতারাতি আওয়ামীলীগ বনে যান নদভী। সেবার নির্বাচনে বিজয়ী হয়ে সাতকানিয়া-লোহাগাড়া এলাকার অঘোষিত রাজা বনে যান তিনি। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশ কাটিয়ে গড়ে তুলেন নিজের অনুগত কর্মীবাহিনী। ত্যাগী নেতাকর্মীদের নানাভাবে বঞ্চিত করে সমালোচিত হন বারবার। এরমধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা বাগিয়ে নিলে তার পক্ষে কাজ করে স্থানীয় আওয়ামীলীগ। আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের নিরলস পরিশ্রমে ফের জয়ী হন নদভী। বিজয়ী হয়েই ফের জামায়াত ঘরনার সাঙ্গপাঙ্গ নিয়ে রাজত্ব শক্ত করার কাজে নামেন তিনি। তার রোষে পড়ে কোনঠাসা হন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি বিভিন্ন সময় দলের ত্যাগী নেতাকর্মীদের মারধরও করেন নদভী। এতকিছুর পরও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের নৌকা বাগিয়ে নেন তিনি। নৌকা পেয়ে আরও লাগামহীন হয়ে উঠেন নদভী।

তবে আওয়ামী লীগের নির্বাচনী কৌশল হিসেবে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মীতের নির্বাচন করার সুযোগ থাকায় প্রার্থী হন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব। এতে ভোটের মাঠে তার পক্ষে একাট্টা হয়ে কাজ করে তৃণমূল আওয়ামী লীগ। যার ফলস্বরুপ ভরাডুবি হয় নদভীর। আসনটিতে হেভিওয়েট প্রার্থী টানা দুইবারের সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীকে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব। তিনি পান ৮৫ হাজার ৬২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেব আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী পান ৩৯ হাজার ২৫২ ভোট। যা মোতালেবের অর্ধেকেরও কম।

অন্যদিকে রিজিয়া রেজা চৌধুরীকে মহিলা আওয়ামী লীগের নেত্রী বলা হলেও তার এই পরিচয় খুব বেশি দিনের নয়। মূলত দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অনেকটা আলাদিনের প্রদীপ পরশে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রী কমিটিতে জায়গা পান তিনি। মূলত রিজিয়া রেজা চৌধুরী জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুমিনুল হক চৌধুরীর মেয়ে। চট্টগ্রামের বাঁশখালী থেকে একাধিকবার জামায়াতের এমপি প্রার্থী ছিলেন মুমিনুল। বাবার জামায়াতার রাজনীতির সুবাদে মেয়েও বেড়ে উঠেন জামায়াতের বলয়ে। স্বামী আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভী আগেই পরিচিতি পান জামায়াত ঘনিষ্ঠ হিসেবে।

নির্বাচনে পরাজয়ের পর থেকে স্বামী-স্ত্রী দুজনেই গণমাধ্যম এড়িয়ে চলেছেন। সংরক্ষিত আসনে জাতীয় সংসদের প্রার্থী হতে তদবিরের বিষয়েও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের দুজনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি এই প্রতিবেদক।

তবে তাদের এই তদবিরকে দৃষ্ঠতা হিসেবেই দেখছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন, ‘তদবির করলেও এমনি কোনো সম্ভাবনা নেই। তবে এটা ধৃষ্টতা বলে মনে করি আমি। এটা খুবই ধৃষ্টতা।’

আজকের সারাদেশ/১৪জানুয়ারী/এএইচ

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা