সকাল ১০:০০, শুক্রবার, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সাগরে হারিয়ে যাওয়া সেই ১৫ জেলেকে উদ্ধার

আজকের সারাদেশ প্রতিবেদন:

আনোয়ারার সরেঙ্গা থেকে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে নিখোঁজ সেই ১৫ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১৪ জানুয়ারি) রাতে ১৫ জেলেকে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ থেকে উদ্ধার করেন বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব-জোন।

সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে. তাকিউল আহসান বলেন, মিয়ানমার নৌবাহিনীর মাধ্যমে খবর পেয়ে কোস্ট গার্ডের জাহাজ নিয়ে ট্রলারসহ জেলেদের উদ্ধার করা হয়। পরে তাদেরকে রাতেই ছেড়ে দেওয়া হয়। তারা নিজেদের মতো করে বাড়ি চলে গেছেন।

এর আগে ৩ জানুয়ারি চট্টগ্রামের আনোয়ারার গহিরা উপকূল থেকে মাছ ধরতে সাগরে যায় ‘মা-মণি’ নামের একটি ফিশিং ট্রলার। ট্রলারে ছিলেন ১৫ জেলে। ৪ জানুয়ারি ইঞ্জিন শ্যাফট ভেঙে তাদের ট্রলার বিকল হয়ে যায়। এরপর দশদিন বোটটির কোনো খবর পাওয়া যাচ্ছিল না। ১৪ জানুয়ারি মিয়ানমারের একটি ফিশিং ট্রলার সাগরে ভাসমান বিকল বোটটি দেখতে পায় এবং বোটটিকে টেনে মিয়ানমার-বাংলাদেশ জলসীমায় নিয়ে যায়।

বোটের একজন মাঝি বোটের মালিককে ফোনে জানান, তারা মিয়ানমার নৌবাহিনীর হেফাজতে আছেন। চট্টগ্রামের আনোয়ারা থেকে বোটের মালিক ওবায়দুল হক তখন ৯৯৯ এ ফোন করে সহায়তার অনুরোধ জানান। দায়িত্বরত কনস্টেবল নোবেল দাস সেই বার্তা পৌঁছে দেন কোস্ট গার্ড নিয়ন্ত্রণ কক্ষ ও সেন্ট মার্টিন কোস্ট গার্ডকে।

সেন্ট মার্টিন কোস্ট গার্ডের উদ্ধারকারী দল মিয়ানমার-বাংলাদেশ জলসীমায় গিয়ে মিয়ানমারের নৌবাহিনীর হেফাজত থেকে ১৫ জন জেলেসহ বিকল বোটটি উদ্ধার করে সেন্ট মার্টিন নিয়ে আসে।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

যুবদল নেতার মোটরসাইকেল চুরির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বাবরী মসজিদ ভাঙার পর সম্প্রীতি রক্ষায় লেখা হয় সেই ‘আলোচিত’ গান

নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, টাকা নিয়ে মিটমাট করতে বললেন এসআই

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক