আজকের সারাদেশ প্রতিবেদন:
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বে টিম হোটেলে দুই ফ্র্যাঞ্চাইজির দুই ক্রিকেটারের মধ্যে হাতাহাতির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
রুমে উঁকি দেওয়া নিয়ে এই ঘটনা ঘটে রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের মধ্যে।
বিপিএলের চট্টগ্রাম পর্বে খেলতে নগরীর পাঁচতারকা র্যাডিসন হোটেলে উঠেছে বিপিএল খেলুড়ে পাঁচ দল। জানা গেছে, সেখানে কুমিল্লার উইন্ডিজ ক্রিকেটারের সঙ্গে সোহানের ঝগড়া শুরু হয় হোটেলের রুম নিয়ে। ভুলবশত কুমিল্লার বিদেশি ক্রিকেটারদের বরাদ্দকৃত রুমে ঢুকে পড়েন সোহান। এরপর কথায় কথায় দুই ক্রিকেটার হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, পরিস্থিতি জটিল হওয়ার আগে ঘটনাস্থল থেকে সোহানকে সরিয়ে নেন অন্যরা।
এমন ঘটনার পর এক নিরাপত্তা গোয়েন্দা বলেন, ‘খেলার মাঝে ঝামেলা হলে স্পোর্টস শৃঙ্খলার মধ্যে পড়ে। খেলার বাইরে কিছু হলে আমাদের সেগুলোর খোঁজ রাখতে হয়। কারণ, বিপিএলে বিদেশি ক্রিকেটার খেলছেন। তাদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব থাকে। হোটেলে দুই ক্রিকেটারের মধ্যে যা কিছু হয়েছে, তা কোনো ঘটনাই না। কিন্তু ঘটনাটি না ঘটলে ভালো হতো।
আজকের সারাদেশ/একে