দুপুর ১২:১০, মঙ্গলবার, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিনে শিগগির যুদ্ধ বিরতির আশা বাইডেনের

আজকের সারাদেশ প্রতিবেদন:
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধে শিগগিরই বিরতি শুরু হওয়ার আশা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার আশা, গাজা উপত্যকার শাসক দল হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে আগামী শনি থেকে সোমবারের মধ্যে বিরতি শুরু হবে।

কাতারে যুদ্ধবিরতি ও হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তির আলোচনায় বিবাদমান দুটি পক্ষ চুক্তির কাছাকাছি পৌঁছার মধ্যে সোমবার এ আশার কথা জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, কাতারে একই শহরে মধ্যস্থতাকারীদের সঙ্গে ইসরায়েল ও হামাসের আলাদা আলাদা বৈঠকের অর্থ হলো দরকষাকষি যেকোনো সময়ের চেয়ে বেশি এগিয়েছে।

এর আগে ফেব্রুয়ারির শুরুতে যুদ্ধবিরতি নিয়ে বড় ধরনের তৎপরতা শুরু হয়। সে সময় সাড়ে চার মাস যুদ্ধবিরতির জন্য হামাসের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরায়েল।

বাইডেন বলেন, তার আশা কয়েক দিনের মধ্যেই যুদ্ধবিরতি শুরু হবে।

যুদ্ধবিরতি কখন শুরু হতে পারে, তা নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আশা করি সপ্তাহান্তের শুরুতে (শনিবার), সপ্তাহান্ত শেষে (সোমবার)।’

নিউ ইয়র্কে সফরের সময় বাইডেন সাংবাদিকদের আরও বলেন, ‘আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন যে, আমরা (চুক্তির) কাছাকাছি। আমরা কাছাকাছি। আমরা এখনও সম্পন্ন করতে পারিনি।

‘আমার আশা আগামী সোমবারের মধ্যে আমরা যুদ্ধবিরতি দেখতে পাব।’

আজকের সারাদেশ/এএইচ

সর্বশেষ সংবাদ

চাকরির বয়স ৩৫-এর প্রজ্ঞাপন দিতে সোমবার পর্যন্ত আলটিমেটাম

এস আলমের মায়ের মৃত্যু, জানাজায় ছিলেন না কোনো ছেলে

যুবদল নেতার মোটরসাইকেল চুরির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বাবরী মসজিদ ভাঙার পর সম্প্রীতি রক্ষায় লেখা হয় সেই ‘আলোচিত’ গান

নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, টাকা নিয়ে মিটমাট করতে বললেন এসআই

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা